খানাপুরী বুঝারত ঠাঁইটুকু তসদিকের বহিতে সিকস্তি পয়োস্তি
জোতদার বেটা ছেলে খাতক বলে মহাজন মোক্তারের আলবত!
রায়তের প্রথা প্রজাবিলি এজলাসের দরবারে হেকিমের দফারফা
বিঘেখানি নাল জমি বুঝ ঠেলা মশকরা বাপের আসাবা
খাসজমি চান্দিনা গেল সব এজহার বরাত খাতওয়ারী মকদ্দমায় থাবর অসথাবর
আসকারা হাওয়ালায় আমিন মশাই বেমালুম শীতের সন্ধ্যা শামিল
তফসিলে চৌহদ্দী ছিল বটে লোকেরা বসন্তের ফুল বনে গেল
আপিল শুনানিতে শরিকের নামজারি শীতের রস চৌহদ্দীর ঘাসে
রোদ চাদরের মত এলো চিটাটুকু উয়ল ব্যতীরেকে
শীতল পৃথিবীর সবটুকু সুখ থমকে গেল ঘনঘোর কুয়াশায়
মৌজার ছুটদাগ দাখিলা খতিয়ানে সমন জরিপের আজ্ঞা তৌজি
কড়া ক্রান্তি মারপেচ মৌরাশিগণের দেওয়ানীতে ছানি মামলা
কটকবলার ফরমান লা জবাব সাতার বরফ জলে ভূমিদস্যু চকবন্ধী ইয়াদস্ত বাকবস্ত
শীতের সকালে মামুলী সফর ফেরারী পুরুষ বায়া বাঁটোয়ারার বন্দোবস্ত
জায়গীর জোতের হাতে দাগ পর্চা সাফকবলা দলিল তরজমা
শিশিরের প্রতিচ্ছবি এখতিয়ার এজলাস ডিক্রি রায় সাওয়াল জওয়াবে
মুখ বুঝে সয়ে গেল অসহায় মানুষগুলো ভিটে ভিটা গিরস্ত তদবির
পঞ্চায়েতের চোখে মুখে ঘোর কুয়াশার ধূঁয়াশা
শীতের প্রকোপ অসহায়ের দ্বারে দ্বারে