রং তুলিতে সবুজ উদয়,
        নতুন দিগন্তের সূর্যদয়
                    দিন ঘুমিয়ে যদি রাত্রি হয়,
পুষ্প পুঞ্জের কিসের ভয়
-            পুষ্প পুঞ্জের কিসের ভয় ,
                    পাতারা রচিছে নির্মল আলয়
ধরিত্রি ওদের মাতৃময় ,
        সৃষ্টিশীলে অবাক উদয়
-               সৃষ্টিশীলে অবাক উদয়,
আলোর সখ্যতায় অভ্যুদয়
        কাটাকুঞ্জের অপরাগ আশ্রয়,
                পত্র পাতারা বুনিছে অভয়
-পত্র পাতারা বুনিছে অভয়,
        আলোক সজ্জায় ওরা কর্মময়
                বৃক্ষরা ঋণী তাই অনন্ত সময়,
সবুজে সবুজ যেন কচি কিশলয়
-       সবুজে সবুজ যেন কচি কিশলয়,
                  পৃথিবীকে ওরা করেছে মধুময়
পৃথিবীকে ওরা করেছে মধুময়
            তরুর সারিতে তরুরা ঘুমোয়
                     শ্যাম তৃনরা ওদের জাগিয়া কয়
শ্যাম তৃনরা ওদের জাগিয়া কয়
           স্পর্শে যেন প্রাণ ফিরে রয়
                     ধরিত্রী তাই প্রান পুঞ্জময়
ঘুচিছে জরা জীর্ণ ক্ষুধা ভয়
         ,অব্যর্থ সুধা ওরা চির অক্ষয়
                           বায়ূ বায়ে প্রাণীকূলের প্রণয়
-বায়ূ বায়ে প্রাণীকূলের প্রণয়,
                            ধরিত্রী তাই প্রাণ পুঞ্জময়
,সুশীতল তলে এলে অঙ্গ জুড়োয়
                        গহীন হিল্লোলে ওরা পৃথিবী জড়ায়
                 স্বর্গ এসে যেন নেমেছে ধরায়