মুগ্ধ নামের সেই ছেলেটি
যেদিন মিছিলে গেল হারিয়ে
হঠাৎ আলোর ঝলকানি দেখেছিলাম
ঐ পূর্ব দিগন্তটাতে
হারিয়ে যাবে না কভু তার
ঠোঁট থেকে ঝরা সেই অস্থির ধ্বনি
কারো,পানি লাগবে পানি?
আমি ঘুমের ঘোরেও আজ সেই কন্ঠস্বর
সেই শব্দগুলো শুনি -পানি লাগবে পানি
মরনাস্ত্রের বিষবান কবে যে
এ দেশ থেকে শেষ হয়-না জানি
কি বিষন্নতা আমায় ঘিরে ধরে
কি শীতল তার মিত্যুখানি
চোখ গড়িয়ে পানি এসে যাবে পাষানেরও
জীবনের তাগিদ মেটাতে চাইল যে
নিভিয়ে দিল তারি জীবনখানি
জানি না এ জাতি কবে যে শুদ্ধ হবে
তার আপন সিদ্ধ হাতে
কবে তার হৃদয় থেকে মুছে যাবে
রক্তের লুলুপ ঝলকানি
আমি যেন এখনো তাকে দেখি
সেই উত্তরায় ছায়া নিবিড় রাজপথে
এখনো সেই অস্থির ছেলেটা
চোখ মুছে মুছে পানি নিয়ে এগিয়ে যাচ্ছে
সেই দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত পথিকের জন্য
এক বিপ্লবী অস্থির দেশপ্রেমী
বিবেকটা কি তাড়িয়ে বেড়ায়
মায়ের খোকারা সব হারিয়ে যায়
ক্লান্ত হয় না তবু যেন বুলেটের চোখ রাঙানি
নির্ঘুম রাত্রি নিশি দিন ক্লান্ত পথিক আমি
এখনো শুনি পানি লাগবে পানি
তৃষিত আমি
তৃষাতুর হৃদয় জানে সে আপন কতখানি
হে বন্ধু উৎসর্গ করি তোমায় অমর কবিতাখানি
পানি লাগবে পানি