আমরা জেগেছি রাত্রির প্রত্যাহে
নিঃস্ব হয়েছে যখনি দেশ
আন্দোলন আন্দোলনে জাগরুক পথে
আমাদের মিছিল মিটিং সমাবেশ
আমরা পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছি
আমরা এসেছি শান্তির পথ ধরে
আমরা পড়ন্ত স্বপ্নগুলোকে দিয়েছি প্রান
আমরা এসেছি সভ্যতার সোপান
তরুণ যুব ছাত্র সমাজে
আমরা এসেছি ঝড়ের বেগে রৌদ্রের তেজে
আমরা কে আমাদের আত্মপরিচয়
কারো অজানা নয় আমরা তা জানি
আমরা এখানে যুদ্ধ করতে আসি নি
আমরা আসিনি মস্তি মজা লস্করে
আমাদের দাবি সময়ের দাবি
একটি সুস্থ সুন্দর দেশ জাতি
আমরা ছিলাম আছি থাকবো
আমরা এসেছি সংঘবদ্ধ চেতনায়
বিচারের দন্ড নিয়ে
বশ্যতার প্রভুত্ব আমাদের জন্য নয়
আমরা এসেছি স্বাধীনতার মন্ত্র নিয়ে
আমরা কেন সংগ্ৰাম করলাম কি উদ্দেশ্যে
আমাদের সংগ্ৰাম আমাদের দেশ
দেশে আমাদের মা মাতৃপ্রত আমরা সন্তান তার
দেশকে তোমারা বঞ্চিত করেছ লাঞ্ছিত করেছ
মায়ের সন্তান যারা করেছ তাদের অবজ্ঞা
আমরা কি করে সহ্য করি
আমরা সেই বটতলার আদিবাসী জাগুরুক সন্তান
আমাদের নির্বিঘ্ন চলার পথে
তোমারা হেনেছ অস্ত্রের ঝনঝনানি
তোমারা আঘাত করেছ বুকে
যেখানে লাল রক্তের অক্ষরে লেখা বাংলাদেশ
আমরা এসেছি আমাদের সমাবেশে
তোমরা কখনোই বুঝনি আমাদের
তোমরা দেশ চালাও তোমাদের শক্তি দিয়ে
নৈরাজ্যের রাজত্ব প্রতিনিয়ত
সেই শক্তি সন্ত্রাস বহিঃশত্রুর নিমিত্তে
নিমেষে উধাও করে দিলে নীরিহ ছাত্রদের রক্তে