হে চির শুচি স্নিগ্ধতা কেন
সত্য দিগন্তে শিশির হয়ে এস
তোমার হুঙ্কারে পৃথ্বী কেপে উঠুক
প্রাণভোমরায় কেন বাগ্মিতা
উঠে দাড়াও কোথায় ঘনঘটা
সূদর অতীত অতীতেই
আমার চোখ তোমার পানে
আমি সেই মুক্তমনা
তুমি বলেছিলে সহানূভুতি
আমি মহাকাল চিনি মহানূভব
বললে এখন নয় জীবনের মূল্য দাও
যাও তোমার ছুটি
গেলুম পৃথ্বী উগরে
চল বহুদূরে যাব
তারার পানে হাতছানি তাই ঘুরে তাকাব
অতীত ফেলেছি স্বপ্নরাজ্যে
পৃথ্বীর মানুষগুলোকে বলছি
গরল পিয়ে লভ
আকাশ সাক্ষী আমাকে ক্ষমা করনি
আগুন সাক্ষী গোপনে এসেছিলে
আমি যগন ছিলূম সগৌরবে
তোমার দ্বার কোথায়
নিয়ে চল
তোমার সাথেই যাব