তোমার চোখের কোনে
আমি যে সুমদ্র দেখি
সেখানে অবগাহন করার
কোন সুযোগ পাব না জানি
জানি না তোমার মনে
কি বিশালতা
আমি সেখানে এক ক্ষুদ্র জীব
তোমার ধারনার নিকটবর্তী
অথচ পৃথিবীকে ডেকেই আমি
বলতে পারি
বিস্মৃত এ পৃথিবী
যেখানে শয়তানের প্রতিচ্ছবি
অহংকারী তুমি প্রতিমূর্ত প্রতিমা
হে সুন্দরীতমা তোমার গরীব প্রেমিক আমি
তাই তোমার পায়ের যোগ্য না
আমি গরীব
তাই তোমাকে ধরতে পারি না
ছুঁতেও পারি না
তুমি আকাশের তারা
আর আমি দিশেহারা
আমি তোমার পায়ের যোগ্য না
তুমি নিশীথ রজনী থেকে
সুন্দরের উপমা
আমি তোমার পায়ের যোগ্য না
তোমার সম্পদের প্রাচুর্যতায় মুগ্ধ তুমি
আমি তোমার চরনচুমি
হৃদয় থেকে হৃদয় গেল
তবু গললেনা তুমি
তোমার সম্পদের প্রাচুর্যতায় মুগ্ধ তুমি
আমি অধম তোমার চরণ চুমি
তোমার পায়ের যোগ্য না