স্বার্থ ছাড়া ছেলেদের
কেউই ভালোবাসে না
না বাবা না মা
না মিথ্যার প্রেমিকা
কেউ চায় টাকা পয়সা
কেউ ছেলেদের শক্তি
কেউ আবার অন্যকে
দেখাতে চায় ছেলের মুখটি
এরা কভু ভালো মানুষির
ধারে কাছেও না
প্রেমের চেয়ে ছলনা প্রতারণা দূর্নীতি
কখনো দেখিও না
স্বার্থের কোলে ঢোলে পড়ে
মিথ্যার প্রেমিকা
প্রেমিকার নামে ওরা দারুন চামচিকা
ছেলেদের স্বার্থ
তারা করতে চায় প্রেম
মেয়েদের স্বার্থে
বিয়ের প্রলোভন
আজকাল সবকিছুই বেচা বিক্রি হয়
প্রেম ভালবাসা মানুষের মন
বিদ্রোহী আগুন লাগে বুকে
নগ্নতায় ফেরারি হয় প্রেমিকা
আমি কার কাছে কেমন
তার মানসিকতা যেমন
আমি শুধুই আমার
এই প্রকৃতির আর স্রষ্টার