অভিনন্দন হে অভিনন্দন তোমায় অভিনন্দন বাংলাদেশ
তুমি নিষ্প্রদীপ-নিস্তব্দ রাতের বাতিঘর, জাগ্ৰত জনতার গর্জন অবাক পৃথিবী। অভিনন্দন !
সন্ধ্যা স্রোতে মিটি মিটি জলা ধ্রুবতারা, আড়ালে আলোক-বর্ষ দূরে জিম জিম ঘুম পাড়ানির দেশে, সহস্রাব্দ আলোকমালা অযুত আলোকরশ্মি সঙপানে জানাই অভিনন্দন।
তুমি স্নিগ্ধ প্রভাকৃত নীলাভ ছায়া লোকের দক্ষিণা বাতাসে উড়ু উড়ু এক পসলা শ্বেত শুভ্র সাদা মেঘ তুমি। তুমি আমার জন্মভূমি
কৃষ্ণচূড়ার লালে লাল আলতামাখা একুশের প্রভাত ফেরীতে এক ক্ষুদে মেয়ের হাতে ফুটা রক্ত জবা তুমি।
তুমি ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা পদ্মা মেঘনা যমুনার ঘোলা জল।
প্রখর রোদে কৃষকে মজুরের ঘাম,দূর্বাঘাসের বিছানো কোমল বিছানা তুমি, তুমি কালসী কাঁখে গায়ের বধূর এঁকেবেঁকে চলা।
দোয়েল কোয়েল পাপিয়ার গান নিথর দেহে ঝাপটে ভেড়ানো প্রজাপতি মুহো মুহো অভিমান
তুমি সালাম রফিক বরকত মীর মুগ্ধ আবু সাঈদের শেষ ইচ্ছা তুমি। তুমি আমার জন্মভূমি। তুমি পুন্য ভূমি।
ময়দানে অনাহুত বাঘের গর্জন -বিজয় কেতন
তোমাকে অভিনন্দন! তোমাকে অভিনন্দন!