মায়ের ও চোখে দেখি আমি বিশ্বটা আমার
মা ছাড়া এই ছলনার পৃথিবী শুধুই অন্ধকার
গর্ভে থেকে যেন মায়ের জীবন করেছি পান
মায়াভরা ও মুখে পুরো পৃথিবীটা যেন ম্লান
মাগো তোমার চোখের পানি যেন কাঁদায় শতবার
মা ছাড়া এ পৃথীবিটা যেন শুধু অন্ধকার
মায়ের জীবনী থেকে হয়েছে যে খোকার অনুপ্রাণ
মাগো আমি তোমার সেই ছেলে মা তোমার নাড়িছেঁড়া সন্তান
মায়াভরা ও মুখে পুরো পৃথিবীটা যেন ম্লান
পুরো বিশ্ব ফুঁড়েও পাই না খুঁজে এই টুকু যার সুখ
সেই সুখ আমি পাই যে খুঁজে হেরিয়ে মায়ের মুখ
যখন আমি ছিলাম মাগো অসহায় ছোট্ট তোমার খোকা
তোমার মুখের হাসি ছিল মা তার চেয়েও মধুময়
সেই হাসি দেখে মাগো হাসত তোমার খোকা
তোমার মুখেই হাসি কান্না প্রথম কথার বুল
মায়ের চেয়েও শ্রেষ্ঠ দামি কভু ফুটেনি ধরায় ফুল
তোমার গলা জড়িয়ে ধরে যেন বিশ্ব করেছি জয়
তোমার কোলে মাথা দিলে থাকে না আর কোন ভয়
তুমি হাসলে হাসি আর তুমি কাদিলে কাঁদি
তুমি কপালে চুমু দিলে যেন স্বর্গ বেয়ে নামি
মা তুমি যে দেখাও আমায় এই তো আলোর পথ
তোমার কথায় মুছে যায় যত বুকে রয়েছে ক্ষত
আমার যত দুঃখ কষ্ট দারুন যন্ত্রণা
মায়ের কাছে ভুলিয়ে দেবার ছিল শত উপমা
দশ মাস দশ দিন তুমি যাকে করেছ সন্ধান
এই সেই মুখ ক্ষুধার্ত যাকে দুগ্ধ করিয়েছে পান
মায়ের আঁচল তলে যেন পুরো পৃথিবীটা যেন ম্লান
যার ঋন কভু শোধ করতে পারবে না পৃথিবীর কোন সন্তান
মা কথাটি মধুর অতি পবিত্র অতি পতিত আমি তার চরণে
সব ধর্মেই যার জায়গান যেন ধর্মই তার স্মরনে