হে মাঘ
মিত্যুর অমানিশায় অনিমেষে এসো
শীতের সমুদ্র পেরিয়ে যায় সততার তরী
সৎ পায়ের পদধ্বনিতে মুখরিত হক
প্রতিটি শীতের সকাল
কর্মমুখর প্রতিটি মুষ্টিতে
লেখা থাকে স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা
প্রতিটি ঘামের ফোঁটায় চুম্বন করে
প্রিয় মুখের হাসি
নিজের আত্ম-সম্মান
অসৎ লোকের শীত এসে কামড়ে দেয় মনে
শীতের ডরে গোপটি মেরে থাকে ঘরের কোণে
সৎ লোকেরা কর্ম খাতায় থাকে জীবন ভর
অসৎ লোকে কাজের ভয়ে কাঁপে থরথর
জিজ্ঞেসো সেই জনে
শীতের সময় গুপটি মেরে যে থাকে ঘরের কোণে
বলবে সে আমি এক গুমোট অত্যাচারী জীব
যখন যা মনে ধরে করাই আমার ঠিক
মেখলা বিমুখ প্রান্তরে উন্মুখ শীতের তীব্রতা
শীতে কাঁপে সোনামুখ ঠাঁইটুকু কোথাও যে নাইরে
কতটা বিমর্ষ মলিন মুখাবয়ব
চপল মতির নিঠুর পৃথিবী
থেমে গেল আমার কবিতার ছন্দ
ও মেয়ে কে তুমি নন্দীনি বালা গো
বাঁকা চোখে চেয়ে যাও
একবার নিয়ে যাও
একবার নিয়ে যাও
একবার নিয়ে যাও মন আমারি
আমি যে তোমার প্রোমো ভিখারী
শীতল রক্ত আমার জেগেছে জেগেছে
ও মেয়ে কে তুমি নন্দিনী বালা গো
মাঘের মত আসে কপট মেঘোবতী
দাঁড়কাকে কালো তার কুৎসীত বহিভাল
নীলকণ্ঠ গলা যার বিগলিত ধ্বনি
উন্মুখ শীতে সে স্বার্থের দৃঢ়দেবী
শীতল মৃত্যুর স্পর্শ যেমন বয়োবিদ্ধ পিতামহে
আত্মহননের পথে
মৃত্যু যন্ত্রনা বুনে কুৎসীত কালো
ভাড়াটে খুনে ত্রস্ত ত্রাস মূর্তি
ক্ষত জীবনে বিঁধে মৃত্যুর কাটা
পঁচা ড্রেনের বিক্ষত মূর্তি
পচানো মানুষের শব ভোগী
মুমূষু কোটি মানুষের
পাপে জর্জরিত
ও মেয়ে কে তুমি নন্দিনী বালা গো
কে বলে নও তুমি গলার মালা গো