হে জ্ঞানোধ্বনি,কেন অজ্ঞতার অন্ধকার?
ওষ্ঠে উঠাও ঝড়-অঙ্কিত কর সৃষ্টি!
রুখ দাও পৌঢ়প্রাণ আর কুসংস্কার
ঝলক হুঙ্কারে আসুক প্রলয় বৃষ্টি
বধনে তোমার দাহস পুলকে তাপস
কন্ঠ মিলিয়ে ধর সেই পান্ডুর গান
শিক্ষার আলোয় থাক পৃথিবী সরস
সজীব হয়ে উঠুক এ জাতীর প্রাণ ।
দেখ দেখ মুমূর্ষু ঐ দৃঢ়তার তারা
অজ্ঞতা স্নিগ্ধে বিভোর প্রবীণের দল
মেরুদণ্ডহীন মিটিমিটি কেঁপে কেঁপে সারা
যাও তবে দৃঢ়ভাবে দাও দাও বল
ডেকে ডেকে জলাময়ী আগামীর পাখি
শিক্ষার আলো পড়ুক খুলে যাক আঁখি।