শুন হে তরুণ তুমি তোমাকে-
শুন হে মহাজীবন তুমি নিজেকে!
এসেছ জনম পরে শুধিতে ঋণ
তব দর্পে হেরি শির শমসের দীন
মম নিরোলোকে শুন তোমাকে পরেছ অগ্নিবীণ!
ঐ মর্মভেদী ধ্বংসদেহ দেখ কোন পথে
বল সবিষে যাও ভালোবেসে বস তার পাশে
অবর্ণনীয় দূর্দশায় সহমর্মি সেজে
তোমার দেহে আছে রক্ত প্রান অসীম সাহসিকতা
তবে রুখে দাও এ নৃশংস হত্যা
সংগ্রাম প্রতিবাদ আততায়ীর আঘাত
তবু বিশ্বপ্রেমী সেজে দেখাও সে সত্বা
গড় সমাবেশ হৃদয় আবেশ
গুনোত্তর প্রগতীতে আমূল পরিবর্তন
দেখাও তোমার জয়ী তবু
পরাজয়ের মূঢ় মলীন বধন
শোনাও পুরুষোচিত বাণী
কোন অজুহাত নয় দিও না যুক্তি
হে আত্মোসর্গী তবে বিশ্ব দেখুক
তোমায় তোমার ঐচ্ছিক মুক্তি
দাও ফিরিয়ে অধিকার সমৃদ্ধির ক্রমবিকাশ ধারাবেগ
সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে ঝরাও রক্ত রক্তারেগ
শতবর্ষ ব্যাপী উতসাহী সম্ভ্রস্ত শীতল সমর মরণ
পাষুর বিবর্ণ লিপিতে টুকে সত্রেছ যে চরণ
উভরে অভ্র মেখে বক্ষে বক্ষ রেখে পৃথ্বী পরে
জীর্ণ শীর্ণ মুটে মৃত্যু পথের তরে
উদয় রবির সংগ্রামী তেজো তপোরণ্য হেরি
হউক তবু মহাজীবন নিবন্ধ..