মম এ সুখের পর
কে যেন আসি বাধিল ঘর
কে যেন আসি খুলিয়া দিল পাপড়ি ভাঁজের সকলি বাঁধ
কেন যে আজ জাগিয়া উঠিল অন্তর তরে সে অপূর্ন সাধ
আজি মোর মেতেছে মন জেগেছে হিয়া
নাচিছে সুখে বাতায়ন খুলে এসেছে প্রিয়া
যামিনী বিষাদ সরবরি চাঁদ লুটেছে নীর
দক্ষিণা বাতাস কানে কানে আজ কেটেছে হীর
আজিকে ধরা টুটেছে জরা ভেঙেছে অজরি বাঁধ
পুরেছে ব্যাকুল মনে তোমারে দেখিবার সাধ
তোমারি হাতে রেখেছি হাত অশ্রুধারে মিলিতে কয়
বাছারে তুর পূর্নতায় আজ কিসেরি এমনি ভয়
জেগেছে বাচার সাধ পাড়েতে তিমির রাত
তবুও তোমারি হাতে রেখেছি আমরি হাত
আমরি পরানের সকলি ফুল বাগেতে ফুটেছে
মায়াবী হরিনীর চোখের চাহনিতে ঠিকরে রুঠেছে
মরেছি আমি তোমারি রূপে হরিছে সবি
তোমারি প্রভায় মিশেছি আজ হয়েছি আমি কবি