জুলাই অভ্যুত্থান !
উদিত হয়েছে এক নতুন সূর্যের
নতুন স্বদেশের নতুন বিপ্লবের
নতুন প্রতিবাদের নতুন গণজাগরণের
আকাশে বাতাসে বিভৎস রক্তের ঘ্রান
হাক ডেকেছে প্রতিবাদী প্রান
গণজাগরণের দুয়ার খুলে
চেতনায় উজ্জীবিত জুলাই অভ্যুত্থান
স্বাধীন দেশে পরাধীনতার শিকল
অবরুদ্ধ পরাধীন প্রহর কতকাল
আবার যুদ্ধ হবে হে বন্ধু
আবার দেখব অনিরুদ্ধ
স্বাধীন এক নতুন সকাল
মুক্তি মুক্তি মুক্তির অভ্যুদয়
এ যেন গনতন্ত্রের মুক্তি
এ যেন শোষিতের মুক্তি
এ যেন ঝিমিয়ে পড়া জাতির মুক্তি
এ যেন ছাত্র জনতার চুক্তি
স্বৈরাচারী লুন্ঠন করে
বাংলার শত কোটি সম্পদ
মেধাবীদের পিষিয়ে বিস্তৃর্ণ করে
ক্ষুধার্ত শোষিতের রক্ত পথ
ওরা রক্ত দ্রোহের রক্ত পথের
নৃশংস রূপী হায়েনা
শ্লোগান বিপ্লব জনতার ডাক
ওদের কানে যায় না
জাগো জাগো রক্তে জাগো
আসুক নব অভ্যুত্থান
এ ক্রান্তি লগ্নে হে ছাত্র জনতা
তোমরাই দেশের পরিত্রাণ
ধ্বংস মুটে ওদের ঠোটে
গুলি করার হুমকি
বল এবার বল তবে
মুক্তির আর পথ কি