আকাশ বাতাস রক্তে স্নাত
আসল তখন জুলাই বিপ্লব
রক্তে জাগে মুক্ত বাতাস
স্বাধীন স্বাধীন আজ যে সব
মুষ্টিবদ্ধ রিক্ত হাতে
নিত্য বাজে করুন সুর
স্বাধীনতা আর কত দূর
উত্তেজিত লাখ জনতা
রক্তে বলে আজ যে কথা
জনরোষে ঝলকানি দেয় জনসমুদ্দুর
স্বাধীনতা আর কত দূর আর কত দূর
রক্ত মদের বোতল খুলে
স্বৈরাচারী আওয়াজ তুলে
কন্ঠে যে তার নগ্ন ধ্বনি
বাংলাদেশ আজ অন্তঃপুর
স্বাধীনতা আর কত দূর
মৃত্যু গুলি বিদ্ধ করে
অসুররা ঐ নৃত্য করে
দেশটাকে তাই সিদ্ধ করে
হাল ধরেছে ছাত্রজন
স্বৈরাচারী কন্ঠ রোধে
ফ্যাসিসের ঐ বেয়ানোটে
হঠাও হঠাও মশাল জ্বালো
রক্ত চোখে স্বাধীন কালো
নিরাশা আজ উপরে ফেল
বাংলাদেশ আজ অন্তঃপুর
স্বাধীনতা আর কত দূর আর কত দূর
বারুদ ধূয়া রক্তে পুড়া রক্ত নিশান
উল্লাসে ঐ তরুণ ভীষান
ধৃষ্ট চোখে কঠিন ঘায়েল
স্বৈরাচারের চোখের খায়েল
লড়াই লড়াই আজ যে হবে
বান ডাকে আজ রক্ত জমে
গুম হত্যায় ছিন্নভিন্ন
আয়না ঘরের অতি ঘৃন্য
আগুন নদীর করাল গ্রাস
ছাত্র জন উন্মেষে থাক
রক্ত করুন উল্লাসে জাগ