এ শহর যেন মানুষের নয় লাশের নগরী
যেন আদিগন্ত থেকে লাশের গন্ধ ধেয়ে আসছে
যেখানে ভেজা মাটি থেকে রক্তের বুদ্বুদ টগবগ করছে
লাশ আর লাশ উন্মত্ত লাশের খেলা হচ্ছে এখানে
এত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে
আজ কেন এত রক্ত এত হত্যা এত নৃশংসতা
আজ কেন তরুণ ছাত্রদের রক্তে নিষিক্ত রাজপথ
এই যে হত্যাকাণ্ড পুলিশের গুলি সন্ত্রাসের মহড়া
যেখানে প্রতিনিয়ত গনতন্ত্রকে কবর দেয়া হচ্ছে
যেখানে প্রতিনিয়ত সন্ত্রাসের বীজ ছরিয়ে দেয়া হচ্ছে
একটি স্বাধীন দেশে কখনো কি তা আরাধ্য
দীর্ঘ দিনের স্বৈরাচারীতার কষাঘাতে জর্জরিত জাতির
আদ্যোপান্তে কফিন বন্দী উপহার এ জুলাই হত্যাকাণ্ড
এ যে বড় লজ্জার আর এ লজ্জা বিবেকের শিক্ষার দাসত্বের
হে মেরুদন্ডহীন জাতি কি শিখাল এ তরুনরা তোমাদের
কোথায় ছিল তোমাদের বিবেক তোমাদের স্ফুরণ
কোথায় ছিল সেই স্বাধীনতার চেতনা শক্তি
তবে এই হত্যাকাণ্ডের বিচার সেই দিন হবে
এই সন্ত্রাসবাদের নিঃশেষ সেই দিন হবে
যেদিন ছাত্র জনতা দৃঢ় পায়ে রাজপথে নেমে যাবে
যেদিন ছাত্র জনতা এক হয়ে দেশকে পথ দেখাবে
সেদিন জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে
বুক সটান করে দাঁড়াবে আবু সাঈদের বাংলাদেশে