চব্বিশের নয় যেন জুলাইয়ের সাল
যেন রক্তে রক্তে রক্ত লাল
রাষ্ট্রীয় বৈষম্য বিরোধী রক্তিম গরিমায়
এক বিপ্লবী সূর্য উঠেছে জুলাইয়ে
আবার যুদ্ধ যুদ্ধ খেলা হবে
আবার মিছিলে যাবে তরুণেরা
উদ্যত দানবের নাগপাশ ছিঁড়ে চলবে মিত্যুর খেলা
আবার একটি স্বাধীন পতাকা উড়বে
স্বাধীনতার একটি নতুন কবিতা লেখা হবে
ঠিক তাই হলো
ওরা স্বাধীনতাকে খুঁজে বেড়াচ্ছিল স্বাধীন দেশের পরাধীনতার শিকলে
পরাধীনতা মিশেছিল ওদের জীবনের সাথে
মুঠোয় ভরা ভাতে চেয়ারে টেবিলে পথে পথে
তাই ওরা প্রতিবাদী হয়ে উঠল
শুন্য হাতেই বেড়িয়ে পড়ল ঘর ছেড়ে
পরের ইতিহাস কারো অজানা নয়
একদিন কবর ফুঁড়ে বেরিয়ে আসবে
সেই ইতিহাস আর নির্মমতা
সেই ১৬শ শহীদ আর ২২ হাজার আর্তের কথা
চব্বিশের নয় যেন জুলাইয়ের সাল
যেন রক্তে রক্তে রক্ত লাল
এ দেশের মাটি হাওয়া ফুল যাদের নিঃশ্বাসে মিশে রয়েছে সেই তরুণরা মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করল দেশকে মুক্ত করার
যেমন মৃত বারুদে জ্বলন্ত অগ্নির বিস্ফোরণ লুকিয়ে থাকে
তেমনি তরুণ ছাত্র জনতার গনবিষ্ফোরনে কেঁপে উঠলো বাংলাদেশের বুক
ওদের চিৎকার ধ্বনি প্রতিধ্বনির মত ফিরে আসতে লাগল
দেশ প্রেম যে তরুনের ধর্ম সবার আগে দেশের জন্য
এগিয়ে আসে
তরুণের তাজা প্রান -জাগে অকৃত্রিম দেশপ্রেম
তরুণের সৌরভ তার ফোঁটা ফোঁটা রক্তে
গোলাপের কাঁটা বিদ্ধ করে যেন রক্ত জবা ফুটেছে
চব্বিশের জুলাইয়ে
চব্বিশটা যেন তরুণের সাল
যেন রক্তে রক্তে রক্ত লাল
রাজাকার হানাদার খানসেনাদের রক্ত
যাদের রক্তে মিশেছিল
ওরা উদ্যত হল বন্দুকের নল উচিয়ে
দেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে
স্বৈরাচারের জন্য প্রতিরোধের দেয়াল
গড়তে চাইল দূর্গ
দেশ আর স্বৈরাচারের মধ্যে বেঁধে গেল যুদ্ধ
চব্বিশের জুলাই তাই অন্য সময়ের মত ছিল না
চব্বিশের তরুণেরা মাথা উঁচিয়ে ছিল প্রবল তেজে
ছিল না মনে ভয়
সাহসী ছেলেদের বুকের রক্তে কভু
লিখা থাকে না পরাজয়
কতটা বিভৎস ছিল জুলাইয়ের দিনগুলো
শত শত বন্ধুক তাক করেছিল তরুনদের দিকে
ওদের ছিল শূন্য বুকে দেশপ্রেমের চেতনা
প্রানপনে লড়াই করে গেল
যেই হাতে জ্ঞানের মশাল জ্বলে
সেই হাতে আজ প্রতিবাদের জ্বলন্ত অগ্নি
আর সেই জ্বলন্ত অগ্নির মধ্যে আমি তিতুমীরকে দেখতে পাই
আর তার চল্লিশ জন সহচরদের রক্ত খুঁজে পাই
যেন সেই তরুণ ক্ষুদিরাম বসু
যে হাসি হাসি গলায় ফাঁসি পড়তে প্রস্তুত
সেই ৪৭ এর ভাসানী শেরে বাংলা সোহরাওয়ার্দী
সেই ৫২ এর সালাম রফিক বরকত জব্বার
সেই ৭১ এর মতিউর জাহাঙ্গীর রুহুল আমিনরা
আবার ফিরে এসেছে তরুণদের ভেতরে
তরুণদের বিদ্রোহী কন্ঠে জেগেছে সেই চির বিদ্রোহী সত্বা
ওরা তরুণ চির তরুণ ওরা মিত্যু জয়ী নির্ভীক দেশের সৈনিক
ওরা জানে এখনো যুদ্ধ শেষ হয়নি
এখনো ছাইয়ের ভীতর জলছে আগুন তীব্র আগুন
কাঠখড় পুড়িয়ে ভস্ম করার প্রতীক্ষায় কাতরে বেরাচ্ছে প্রতিদিনই