যার মুক্ত কথার ঝলকানিতে গায়ে লাগে আগুন
চেতনার মুক্ত উদ্যানে যিনি বয়ে আনেন সনিগ্ধ ফাগুন
বুদ্ধিত বলিয়ান তিনি মুক্ত প্রবীণ মুক্ত প্রান
যিনি ধীর স্থির বুঝে যান কোথায় সংকট
তিনি খুঁজে বেড়ান তার উত্তোরনের পথ
যার হৃদয় বুলিতে থাকে দুলিতে
প্রতিটি দেশপ্রেমী সন্তান
কলমে তুলিতে নখরে আঁচরে
ফুটে ওঠে গভীর দেশপ্রেম
হতে পারেন তিনি সাংবাদিক কবি কলামিস্ট লেখক
যার লেখনি যার শানিত কথায় ঝরে পরে
অরাজকতা পরাধীনতার বৈষম্য
বুদ্ধিজীবীরা আমাদের সেই গুনীজন
যার বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের ঝড় ওঠে
বিব্রতকর প্রশ্ন যাকে তাড়িত করে
উন্নত সম্ভাষে দর্শনে জ্ঞানে জ্যোর্তিময় তিনি
হতে পারেন তুখোর রাজনীতির নেতা
মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমে চেতনা
রাজপথ কাঁপানো কন্ঠস্বর
যার প্রতিটি কথা জন মনে আঁচর কেটে যায়
যিনি ফুটিয়ে তোলেন নিগূঢ় তত্ব
যিনি বুঝতে পারেন দেশের মানুষের হৃদয়ের অনুভূতি
দেশের সমস্যা ভবিষ্যতে সম্ভাবনা হুমকি বিপর্যয়
কখন বিপ্লব দরকার কখন মিল মিছিল