রোদ বৃষ্টি ফুলের দেশে
সূর্য হাসে সবার শেষে
চাঁদ তারারা মিলে মিশে
থাকে সবাই পাশে পাশে
সব মাসেই বসন্ত আসে
সবাই বাঁচে ভালোবেসে
রোদ বৃষ্টি ফুলের দেশে
সবার আগে শিশু হাসে
পাপড়ি ভাজে মধু থাকে
মধুর স্বরে সবাই ডাকে
হাতছানি দেয় নদীর বাঁকে
লজ্জায় কভু মুখটা ঢাকে
সূর্য তাড়ায় শীতের মাকে
সুখ তারায় দু:খটাকে
ফুল হাসে মধু বাগে
পাখি ছুটি সবার আগে।।