মূর্খ স্বামী যেন রে ভাই মাঘ মাসের শীত
আজকে বাঘ কাল ভিখারী স্ত্রীর ঘাড়ে যার ভীত
পুরুষ হয়ে নিত্য হাত পাতা যার স্বভাব
অলস কর্মবিমুখ তাই ঘরে তার অভাব
অসুস্থতার ভান করে যে দায় মুক্তি চায়
সংসারে প্রতি যেন তার নেইকো কভু দায়
ক্ষমতার বাইরে সন্তান নেয়া এই তো তার স্বভাব
তাই সন্তানের জগতে কাটে না কোন অভাব
পেট ভরে পায় না খেতে পায় নাকো ভালো পোষাক
তার উপর আরেক সন্তান এই যেন তার ঘোষ্ষাক
নিজের বাবা মা মরলেও যে ফিরেও না ধরে
নিজে একটু সমস্যা হলেই ছেলের পায়ে পড়ে
নিষ্ঠুরের শেষ সীমায় সে শয়তানের প্রতিচ্ছবি
স্ত্রীর উপর অত্যাচারে সে জলন্ত অগ্নি রবি
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মূর্খ স্বামী ভাই
এর চেয়ে বড় সমস্যা পুরো তল্লাটেই যেন নাই
মূর্খের সে আত্ম সম্মান সে বানানো গল্প কথা
সে শুধু মূর্খের বুঝ মূর্খের তরে তথা
শিক্ষিত মসজিদে দেখি যৌবন বয়সে
মূর্খেরা মসজিদে যায় মধ্যে বয়স শেষে
দেশের এক মস্ত বোঝা চল্লিশের পর মূর্খ যারা
কর্ম শক্তি থাকলেও তখন ছেলেদের ঘাড়ে দিশেহারা
এরা কভু মানুষ নয় অন্যের ঘাড়ের বোঝা
উপর্যুক্ত শিক্ষা ছাড়া হয় না এরা সোজা
ধর্মের সাজে মূর্খেরা চরম অধর্ম
মূর্খের মতো দুঃশ্চরিত্রের হয় না কভু জন্ম