এবং আমি বলি যারা ভ্রুকুটি হেরি ভ্রমে দাসত্ব শিকল
কিংবা যাদের রোষানলে পুড়ে দিগ্বালয় জল স্থল
অতপর যারা খড়গ হস্তে করে শাসন
আবার আমি বলি যাদের পড়নে ছিন্ন ভুসন
রৌদ্রদহে মেলে অশ্রুমাখা একমুঠো দ্বীজতুল্য আহার
যাদের বেদীতে বহে খড়তর নাহর বিপুল সম্ভার
এরাই মানুষ এরাই দেবতা জাতী ধর্ম সভ্যতার রক্ষক
পাষন্ঠ সেই শাসক পাপিষ্ট সেই নরাধম বিদেহী শব ভক্ষক
যুগে যুগে যত গরিয়ান মহিয়ান মহামানব মনিষীর উথ্থান
সবার মুখেই শুনেছি আমি ওদের জিতেন্দ্রিয় জয়গান
আকাশ বাতাস ধ্বনিয়া তুলি যারা আনিল সুধা
যাদের অমৃত পানে সবার ররিল জরা টুটিল ক্ষুধা
মানুষ কে মানুষ কে এই যখন শাশ্বত বুল
আমি বলি মানুষ সে যে বরে সিন্ধু সম ভুল
কর্ম তাহার তীর্থ তীর্থ তাহার রণ
সুন্দর তাহার ধর্ম সুন্দর তাহার মন
বাসনার রসনায় সে সিক্ত অসীম তাহার প্রেষণ
কর্ম তরে সে পরে দূর বহুদূর অন্বেষণ
রাগ হিংস্রা বিদ্বেষ তাহার জন্মগত স্বভাব
অসীম তাহার চাহিদা অসীম তাহার অভাব
পরের তরে যে উতসর্গ করে আপনা জীবন
সে বিনে মানুষ কে মানুষ কোন জন