সংঘাত না সম্প্রীতি- দেশটা তোমার আমার
হৃদয় দিয়ে করতে হবে--ক্ষত হৃদয়ের বিচার
এক হয়ে ত গড়তে পারি এমন এক দেশ
যেখানে থাকবে না রক্তারক্তি সংঘাত ঘৃনা রেষ
হিন্দু না মুসলিম প্রশ্ন তবে কেন
একই উদরে ভিন্ন লয়ে আমরা অভিন্ন
ধর্মকে তুমি চর্চা কর -- অস্ত্রকে নয়
এক হয়ে একটা দেশ গড়-- কিসে ঘৃণা ভয়
এ দেশের মাটি ফুল ও ফল নারাঙ্গীর জল
যেখানে রয়েছে আমাদের পায়ের ছাপ
যে বাতাসে আমরা বুক ভরে নিঃশ্বাস নেই
সেখানে রক্ত ঝরবে-মায়ের বুকে; মহাপাপ
হতে পারে সংখ্যালঘু হতে পারে ভীন্ন মত
তার চেয়েও বড় পরিচয় মানুষ-- এক অভিন্ন ব্রত
একটি দেশ একেক মত হাজার রকমের মানুষ
ওষ্ঠাগত প্রানিপাত তবু দিতে হবে ওদের বুঝ
ওরা বাংলা মায়ের সন্তান আমাদের সহোদর
কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখে চলো নীরো ও নর
ওদের যা প্রাপ্য আছে সেটুকু ওদের কাছে থাক
হয়ত কিছু সুখ ওদের দিয়ে দুঃখ কেনা যাক
ঘৃণার বশত: পুরোনো তরবারি শান দিয়ে
নিতে চাও হিন্দু বা মুসলিমের রক্তের স্বাদ
জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের মতো হয়েছে রক্তে উন্মাদ
অতীতের কথা ভুলে গেলে ভবিষ্যতের আর কিছু থাকে না
সেই দাঙ্গায় যে রক্ত বইছিল মুছেনি এখনো সেই রক্তের দাগ
হয়ত চিতায় কবরে পরে থাকবে শত শত লাশ
রক্তের বন্যা বেগেও মিটবে না পশুদের আশ
শত শত মা হারা সন্তানে-- তুমি তাকাবে না
এখনি যেন আমি শুনতে পাই সেই কন্ঠ নিঃসৃত কান্না
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই
আমাদের ভিন্ন কোন পরিচয় নাই
যে যাবার সে চলে যাক
সন্ত্রাসে কভু হিন্দু মুসলিম কিছু লেখা থাকে না
সন্ত্রাসের তরে আমরা চিরদিন নির্গত করি ঘৃনা
একই বাতাসে নিঃশ্বাস নেই আমরা হিন্দু বা মুসলিম
একই পতাকার তলে যুদ্ধ করেছি --করব চিরদিন
প্রতিহিংসার ছায়া যখন ঘিরে ধরে
ধর্মগুরু অধর্মের ডাকে নিন্দে করে মরে
জুলুমের ঘোরে অমানুষ হয়ে ভাঙছে ধর্ম-পুন্য-স্থান
আমরা কি ভাই সেই জুলুমের দেশ হিন্দুস্তান পাকিস্তান
এই যে আমার সোনার বাংলা আমার রক্ত প্রান
আমরা নই সে প্রতিহিংসার দেশ হিন্দুস্তান বা পাকিস্তান