মহিমান্বিত রজনী
খোদার রওজা মোবারকের
বয়ানে বয়ানে সঁপিতে শুনি
ইমামের মধুর ধ্বনি
প্রান শিহরিত
পাক কোরআনের
অমৃত বাণী
রহমাতুল্লিল আল-আমিন !
খুলেছে খুলেছে
দেখেছি আজিকে
রহমতের রুদ্ধদ্বার
অভিমুখে দাঁড়িয়ে
গ্ৰহণ করেছে
আজিকার সিন্ধুপার
আলহামদুলিল্লাহ !
লুন্ঠিত ধরনী দিকে দিকে
যখন পাপের ধিক্কার
কদমে কদমে পূর্ণতা পাক
আজিকার সিন্ধুপার
লা ইলাহা ইল্লাল্লাহ !
কলবে কলবে মঙ্গলময়
তোমার ধ্বনি এক বিন্দু
তুমি মঙ্গল নূরের
নূরানী মর্মর সিন্ধু