প্রিয় শুভাকাঙ্ক্ষী
অধম বান্দা-
নিগূঢ় বসন্ত,ধ্রুব সন্ধ্যামালতি সনে
জানাই নিমন্ত্রন।মোর গৃহবাসে;
নিখিল অঙনে, স্নেহার্ত হৃদয়মনে
প্রতীক্ষাকাতর পুণ্যচ্ছায় তপোবনে,
গোধূলী লগ্নে সুপ্তিঙ্ক লয়ে,সঙপানে
১৮ই ফাগুন(৯ই মার্চ,খ্রিস্টীয় সৌরবর্ষ),
বৈকুন্ঠীয় বসন্ত,শুভলগ্নে মোর শুভ জন্মদিন
ফেলে ছিনু কদম ধরায়,টুটায়ে জরায়,
দানিয়ে ছিনু জননী ঋণ
নীলকন্ঠ মেঘনার যামিন,যামিনী
ঠিকরে,কর সরোবর জীর্ণ-শীর্ণ ;
ধনেশ পাখির বিহগ্ বিহঙ্গম
উতরে-ঝাপটে জানিয়েছিনু স্বাগতম,
শশধর প্রভা সম সুত,জনম দুখিনীর বক্ষ,
লোর সিক্ত দৃক মাতৃস্নেহাপূর্ণ
আজি আকুন্ঠ হয়ে হেন প্রত্যাগমন
আসুন বসুন এক কাপ চা পিয়ে
এক টুকরো কেক কিংবা একটুকরো পুলক
কিংবা রোষানলে হউক লৌকিকতায়
কিংবা সামাজিকতায়,স্নেহভাদ্রে;
হউক,যারপর নাই এহেন অবগাহন
পুলকিত মনে প্রগাঢ় নিকুঞ্জে
সদয় উপস্থিতি একান্তই
বিনীত