ক্রান্তি শ্রান্তি অবসাদ প্রানে যখনই বাঁধে বাসা
দীঘল রাত্রির চক্র সমরে ভ্রান্ত পথ ঘাটে
ঘুম রাজ্য তখনই এসে দিবে এক বুক আশা
ভগ্ন বক্ষে নিশ্চিল অগ্নিস্নাত জীবন ঝঞ্ঝাটে
বিলাসী বধন যখনই চাহিয়া সংসার পরে
নির্জীব নিস্তব্ধতায় অকারন যন্ত্রণার তীর
ফিনক খুনের শেল নিশানে বিধিয়া ত্রস্তে নরে
রাগ শোক অনুতাপ সমস্ত স্নায়ূ মিলায় শির
ঘুম নিঃশ্বাসে অচেতনতা অভিদারী আর্তনাদ
ঊর্ধ্বপানেতে জীবন রাখা দুই নয়নের স্বাদ
ঘুমরাজ্য নম্র মধুর স্বপ্ন তাহার অর্ধাঙ্গ
চোখের পরে স্মৃতির পাতায় সব শ্রেণীই ধন্য
যখন গেলুম ঘুমোতে সবই ছিল পরিপাটি
উঠে দেখি সবে ঘেরেছে নিয়ম অমোঘ ঘাটি