শুক্লা হাওয়ায় দরজা খুলে
এসো দুরুদ সালাম শুক্রবার
বেহেশতী খুশবো নাজেরা বুলিয়ে
কুড়িয়ে নাও খোদার দিদার
শুভনাম শুভনাম ছরিয়ে পড়ুক
সদকাময় পৃথিবীর শান্তি রাহবার
জান্নাতের সাত দরজা খুলে
এসো দুরুদ সালাম শুক্রবার
রহমত মুনাজাত সুধা যত
খোদার কাছে যার দস্তগার
রহমতের ম্লাত দরজা খুলে
এসো পৃথিবীতে হে শুক্রবার
ঈমানের সেই মধুর বয়ান
ছরিয়ে পড়ুক সবার মনে
জপে যাক সেই রহমতী নাম
পাক হৃদয়ে ক্ষনে ক্ষনে
সালাতের সুধা আহকামগুলো যেন
শেষ না হয় তাড়াতাড়ি
আসসালামুয়ালাইকুম যেন দেখা হলে
এক কদমেই বলতে পারি
যে শান্তির বার্তাগুলো লুকিয়ে আছে
নূরের পাতার পাক কোরআনে
শান্তির বার্তাগুলো ছড়িয়ে পড়ুক
ইমামের মধুর বয়ানে বয়ানে
মন থেকে সব কালিমার ছায়া
ক্বলবে নেকিতে হয়ে যাক দূর
কলমা পরে হে গুনাহগার
জগতকে কর শান্তি সুমধুর
তোমাদের হৃদয়ের নিহিত যত
আছে অন্যায় পাপ ও তাপ
আল্লাহর নামে বিলিয়ে যাক
হৃদয় ছেঁড়া ঘোর অভিশাপ
সপ্তাহ পরে ঘুরে ফিরে
এসো প্রিয় একটি শুক্রবার
শয়তানের নফস গুলি সব
ভেঙে চুরে কর চুরমার
এসো হে শুক্রবার জুমাবার
জুমার মাহফিলে এসো
ক্বলবে ক্বলবে শান্তি সুভাস
ছড়িয়ে ছড়িয়ে এসো