চঞ্চল প্রাণ
পায়ে পায়ে চলে রে-
উচ্ছ্বল ছল্ ছল্
নারী রূপ নয়না
ঝর্ণা
অঞ্জলি অর্পণ চেতনায় অনন্যা
ঝর্ণা
বাতাসে ধায় তার অণুরিত বাসনা
গুনগুন গায় যেন অনাবিল কান্না
জোছনা চূঁইয়ে পড়া স্বপ্নীল বন্যা
আত্মদানে দীপ্ত শ্লোগানে মুখরিত
নৃত্য দর্পে
নীতি নৃত্যে
নিক্কণ পর্ণা ঝর্না
আত্ম স্বাক্ষরে শপথের দীপ জ্বেলে
ধাত্রী যেমন আঁচলের দ্বার খুলে
বয়ে চলে নদীকূলে সে সুবর্ণা স্বর্ণা
ঝর্ণা
ঝর্না ঝর্না
উদ্যম দর্শন লাবন্য বর্না
নির্ঝরী নয়না
পাহাড়ী কন্যা
রূপালী রেখার মেয়ে
মাতৃময়ী অনন্যা ঝর্না
মম অতৃপ্ত রসনা ঝর্না