চেতনাহীন বিষন্নতর হৃদয় তোমার
অথচ ফুলেরা রূপ ধরে প্রতিক্ষাকাতর
তুমি বুঝ না ফুলেদের ভাষা
তোমার অন্তরে জাগে নিরাশা
তুমি এক নিশাচর
খুঁজে বেড়াও জীবনের চরাচর
নিশীত রাতের অন্ধকারে মর্মে খুঁজে বেড়াও জীবন
অথচ ফুলেরা রয়েছে পেতে তোমার প্রতিক্ষন
লাল হলুদ সবুজে গাঁথা ফুলেদের বুনিয়াদ
তুলে নাও ভরে নাও লুফে নাও দু হাত
তোমার যত দুঃখগুলো হারাবে দূর দেশে
জীবনের যত শূন্যতা উঠবে হেসে হেসে
ফুলেদের পরশে জাগিবে প্রান
ফুলেদের পানে চাহিয়া প্রান
জান না পূর্ণতা নতজানু মন
কাটে না প্রহর কাটে না ক্ষন
জানি ফুলেরা ক্ষনিকের অতিথি
প্রান সঞ্চারি তরু বীথি
বৃন্ত থেকে বৃন্তে অবারিত
গুচ্ছ গুচ্ছ অবারিত
সুদীর্ঘ প্রতিক্ষার পর প্রকৃতির
আপন হাতে গড়া
ক্ষুদ্র সময়ের আয়োজন
ফুল ছাড়া প্রকৃতি যেন প্রেম ছাড়া জীবন
ফুলে দের রংয়ে রঙিন মোদের সপন
ফুলেতে নীশিত যেন জীবনের সব রং
আমি প্রকৃতির কবি
ঘুমিয়ে থাকি প্রকৃতির ক্রোড়ে
জাগিয়া দেখি প্রকৃতি আমায়
বাধিয়া নিয়েছে প্রীতির ডোরে
বৃক্ষ শোভিত সারি আমায়
জড়িয়ে রাখে প্রান আবেগে
ফুলের সুবাসে প্রান আমার
কেবলি প্রকৃতির প্রেমে জাগে
বারবার ফিরি প্রকৃতির কোলেতে
আকুল হয়ে থাকি কভু পারি নাক ভুলিত
ফুল প্রকৃতির প্রকৃতি ফুলে
বিভেদ রঙে সৌন্দর্য কুলে কুলে
আকাশ থেকেও সুন্দর পৃথিবী পাড়া
দুধ সাদা ধুতুরা যেন ছোট ছোট তারা
যেন গোলাপ জবা রক্তিম লাল
জুই চামেলি তাল তমাল
হলুদ গাঁদা কদম ফুলে
সেজেছে ধরনী সন্ধ্যা সকাল
আমি ওদের মধ্যে দেখেছি
প্রানবন্ততা আর উচ্ছ্বাস
মিষ্টি সৌরভ হিমেল সুবাতাস
অনুভূতিগুলোতে নিস্তব্ধতা
নিস্পৃহ চোখের পাতাগুল যেমন
স্নিগ্ধ হাসি উৎফুল্ল প্রান এমন অনাবিল প্রকৃতির দান
কি নির্যাস কি গন্ধ আহা কি শিহরণ কি আনন্দ
কি রং কি চেতনা কি তীব্র কী সুদীর্ঘ
কোথাও স্বাধীন কোথাও কন্টক বেষ্টিত
জীবনের বিস্তৃর্ণ চলার পথের মত
রূপসী যেমন প্রতীক্ষায় ইশারায়
ফুলের হাসি মিষ্ট বেশ পাতাগুলো যেন ফুলের কেশ
ফুলের গন্ধ পাগল পাড়া ফুলের দেশে একটু দাঁড়া
সুন্দর জীবন্ত রং ধরে সদা আকৃষ্ট করে
পাপড়ি ভাঁজে মধু থাকে মধুর স্বরে ফুলেরা ডাকে
ফুলে ফুলে ভরে উঠে ধরা সৌরভে যেন পাছে পরে অবলিলায়
ফুলেরা সময়গুলোকে মধুময় করে কখন যেন চলে যায় দুঃস্বপ্নেরা
কেমন মধুর কোমল স্পর্শ ফুলেরা নিশ্চুপ
আমি হাত বুলিয়ে দিলাম কি যেন বলতে চায়
ফুলেদের ভাষাই সৌন্দর্য
ফুল ঝরে যায় নিরালায় প্রতিটি দিনও যেন ফুলের মত
সময়গুলো ফুলের পাপড়ি যেমন কখন যেন কার ডাক এসে যায়
যেখানে ফুল সেখানে বসন্ত
বসন্ত থাকে যেন অনাদি অনন্ত
ফুলগুলো যেন ছেয়ে ছেয়ে যায়