আজ জর এসেছে জর ঝাপটে আমায় ধর
কাপছে গা কয়েক ঘা একটু পর পর
জর এসেছে জর কাপছে থর থর
মুখখানি আজ মোর শুকিয়ে কড়কড়
ঐ কাথা কম্বল ওষুধে তিতে মিঠে স্বাদে লুকিয়ে ঝর ঝর
ঐ তিতে মিঠে ওষুধে বেজায় গড়বর
আজ বেদনায় থর থর
আজ কাপছে কাথা কাপছে বালিশ
মা করেছেন ইচ্ছে মালিশ
মনটা আমার ঘোড়ার সহিস
ছুটছে নড়বর
জরের তোড়ে গাইছে সুরে বেতাল মাতাল গান
ঘুরছে মাথা দুনিয়াটা ঘুরছে মোর প্রাণ
আবল তাবল মুখের বুলি চোখ দেখছে ঝাপসা ধূলি
লাল করোটির মাথার খুলি পচন পণে পর
ঐ ঠান্ডা আর জর
আজ রক্ত চোখে দুনিয়াটা
আজব তাজব ধরছে ঝাটা
পট্টি মাথায় চট্টি জর ঝাপটে আমায় একটু ধর
ছুইয়ে পানি কাথা বালিশ পট্টিখানি উল্টে বেনিশ
করছে টলমল
ইচ্ছে মোর যাচ্ছেতাই
জরের তোড়ে উড়ে যাই
নাচছে মন তাইরে নাই
রঙিন ফঙিন দেশে আজ দেখছে মা একটু বেসে
দিচ্ছি সারা একটু কেশে
দিচ্ছে মা টসটসে ঐ টক টক ফল তবু দিচ্ছে নাক বল
ঐ ঝিমঝিম ঘুরছে মাথা ধিমধিম আজ দুনিয়াটা
বড়ই জলমল
ললাট পলাট ঝার ফুক উল্টে দিবে এই অসুখ
মায়ের মনের সাধ হুমরে দূমরে কেঁদে সাজছে উন্মাদ রাত বেড়েছে রাত
জরের তোপে কাদ লড়াইটা ঐ গহিনে ঘাম দিয়ে আজ সজ্ঞানে
ছারল বিষম ডর
আজ জর সেরেছে জর