আমি সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি
যা বিশ্বজুড়ে শোষনের রক্ত বহন করে
আমি সেই সংস্কারের মূল উৎপাটন করতে চাইছি
যা কোটি তরুণের রক্ত ক্ষরণ করে
তুমি তোমার শিক্ষকের বেত্রাঘাত দেখেছ
তুমি তোমার মায়ের শাসন দেখেছ
তুমি তোমার পিতার রক্ত চক্ষু দেখেছ
সেই শিক্ষক একটু পরে যে তোমাকে বুকে জড়িয়ে নেবে
আড় চোখে তোমার দিকে তাকাবে বারবার
সেই মা যার হৃদয় তোমার প্রতিটি রক্ত কনায় মিশে থাকে
সেই সৎ মাও নয় যে তোমাকে একটু রেহাই দেয়
সেই পিতা তোমাকে কুকুরের মত মারে
হয়ত তখন সে পিতা থাকে না
হয়ত কোন হিংস্র মানব পশু
হয়ত তার হৃদয় কিছুটা হলেও জ্বলে
তার জ্বলন্ত অঙ্গার হৃদয়খানি তুমি কখনো দেখনি
এরা তো তোমার সেই পিতা নয়
সেই সৎ পিতাও নয় কখনো কখনো মানবিকতা দেখাবে
এরা তোমার স্বজন নয় সেই বন্ধুও নয়
যে তোমাকে হিংসে করে
এরা কারা ফ্যাসিবাদী কারা
এরাই হচ্ছে সেই ফ্যাসিবাদী
ফ্যাসিবাদীরা হচ্ছে সেই ধারা
যার সাথে তুমি কখনোই সম্যক পরিচিত নও
মানুষের রক্তে যাদের কখনো অন্তর জ্বলে না
এরা কখনো দেশের কথা বলে না
এরা শুধু শাসনের কথা বলে
এরা শুধু নিজেদের কথা বলে
দেশ এদের কাছে ফেলনা ছেঁড়া ধর্ষিত একটা ফুল
যে মানুষে হৃদয় থাকে না তাই ফ্যাসিবাদ
যে বিচারের ন্যায়দন্ড থাকে না তাই ফ্যাসিবাদ
যে শাসনে গনঅধিকার থাকে না তাই ফ্যাসিবাদ
যে কর্তৃত্বে সহিষ্ণুতা থাকে না তাই ফ্যাসিবাদ
ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার সংগ্রাম চিরন্তন
গরীবকে পায়ে পিষে রক্ত বের করার নাম ফ্যাসিবাদ
চাবুকের আঘাতে চামড়া তুলে নেয়ার নাম ফ্যাসিবাদ
জনতার সম্পদ লুট করার নাম ফ্যাসিবাদ
প্রতিটি ব্যভিচারের নাম ফ্যাসিবাদ
আর ফ্যাসিবাদ কায়েম করাই স্বৈরাচারের ধর্ম