একুশের ফুলে ফুলে সাজানো শহীদ মিনার
এই নির্মল প্রাঙ্গনে এখানে রক্তাক্ত ছেঁড়া শার্টে
এখনো শুয়ে আছে
মায়ের গর্ভে ফুটা কটা উৎকৃষ্ট ফুল
বেদনার্ত ইতিহাসের রক্তিম গরিমায়
একুশ এক উদিত সূর্য
যার রক্তিময়তা বিশ্ববুকে সমাদিত
শাশ্বত জনতার রক্তিম নিবেদন
একুশ প্রহরে বিদ্রোহী উদ্যত সঙ্গীত
সালাম রফিক বরকতদের নির্মেষ প্রানিপাতে
মুক্ত কথার ফুলঝুড়ি নিয়ে এই ফেব্রুয়ারীর পথে পথে
তার একপ্রান্ত থেকে বেদনার্ত হৃদয়ে রক্তিম আমিও
মা তোমার হারানোর কিছু নেই
মা তোমার আজ আর নেই ভয়
তোমার সন্তানের পবিত্র রক্ত আজো কথা বলে
আজো কলমের মুখে গর্জে উঠে শহীদী রক্ত প্রদাহ
আজো কোটি বাঙালির চোখে রক্ত অশ্রু
শোকাকুল চোখে অনল প্রবাহ
বাঙালি কঠিন প্রান বিদ্রোহ বিদ্রোহ
রক্ত ঝলকিত নির্মল প্রাঙ্গণে
কৃষ্ণচূড়া শোভিত শহীদদের আকুতি
আলতা মাখানো পায়ে ভাই হারা বোনের
করুন আকুতি
শহীদদের এ আহুতি যেন বৃথা না যায়
বৃথা উদ্যত রাইফেল হাতে থাকা দুর্বৃত্ত
নৃশংস রাইফেলে যারা বাঁধে মৃত্যু নৃত্য
তবু যুগে যুগে রুখে দাঁড়ায় এক উদিত সূর্য
একুশ এক উদিত সূর্য
যার রক্তিময়তা বিশ্ববুকে সমাদিত
শতাব্দীর পরাধীনতার গ্লানি মুছে
বুকের রক্ত দিয়ে লেখা জাতির
একুশ চেতনায় মুগ্ধ
বিদেশীনির মুখেও আজ একুশের রং
খালি পায়ে হেঁটে হেঁটে মুগ্ধতা ছড়ানো
সদা হাস্যোজ্জ্বল এক সুদাশীনি
সালাম রফিক বরকত আজ বিশ্বময়
স্থান করে নিয়েছে বিশ্ব মানবের হৃদয়
সালাম রফিক বরকত ওরা বাংলার সূর্য সন্তান
কোটি বাঙালির বুকের মধ্যেখান
সালাম রফিক বরকত এক মুক্ত পাখি
কোটি বাঙালির চিরঞ্জীব বিজয়ী আখি