তোমার যেখানে পথ শেষ হয়
আমার সেখানে শুরু
আমি মাইলের পর মাইল পেরিয়ে
অন্তহীন পথে ছুটে চলি
আমার চলার পথে বাতাস
একরাশ মিছিল করে
আমি বাতাসের সমুদ্র পেরোই
আমার অজান্তেই
সময়ের কোলাহলগুলোকে পেছনে ফেলে
এগিয়ে যাই এক বিস্তৃর্ণ পৃথিবীর বুকে
কোথাও ধূ ধূ মরুভূমি
কোথাও ফাগুনের দেশ
প্লাবনের মত ছুটে চলা ঝর্নাধারা
পাথরের বুকে খোদাই করা এপিটাফ
এত কিছুর পরও
আমার মন ছুটে যায়
সেই লাস্যময়ী হাসির দিকে
যেন এ পথ আর শেষ না হোক