তুমি যখন বাবা হবে শিক্ষিত ঠিক বুঝবে তখনি
বাবার কাছে তার খোকা কেমন নয়নমণি
হে বাবা হে শিক্ষিত বাবা আমার
আমি যেন যুগ যুগ ধরে তার প্রতিধ্বনি শুনতে পাই
আমি যেন সন্তানের জন্য তোমার
সেই মমতা মাখা কন্ঠস্বর সেই অমৃত 'আব্বু' ধ্বনি
শুনতে পাই প্রতিনিয়ত -ভদ্রতার পারত বুলি যার
যে রব আমার হৃদয় গ্ৰন্থিত প্রোথিত
যেন সন্তান নয় তোমার জীবন
তোমার জীবন যেন তার শরীরের
অঙ্গে প্রতঙ্গে কেউ মাখিয়ে দিয়েছে
তার প্রতিটি পদচিহ্ন শুধু সন্তানের তরে
প্রতিটি বাবা একটি বটবৃক্ষ ও তার শাখা প্রশাখা
আমরা তার ফল ফসল
রোদ বৃষ্টি ঝড় বাদল সব কিছু পেরিয়ে
যে যায় ছুটে খোকার মুখে হাসি ফোটাতে
আমাদের শরীরের বয়ে চলেছে যার রক্ত
যার রক্ত ঘাম পানি করে বেচেছি আমরা নিয়ত
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি তোমাকে একটি সুশীল সুস্থ সমাজ উপহার দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি তোমাকে একটি সুখী পরিবার দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি বাবার থেকে পশুত্বের শব্দটি মুছে দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি তোমাকে কোটি মানবিক মানুষ উপহার দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি কোটি নারীর মানবিক মর্যাদা দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি দেশের জনসংখ্যার সমস্যাটাই মুছে দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
স্ত্রীর উপর অত্যাচার শব্দটি মুছে দেব
বাবার অন্তর থেকে সন্পিতানের পিছু টান কুলুষা মুছে দেব
আমি দেশ থেকে সন্ত্রাস আর দুঃস্কৃতি মুছে দেব
আমাকে একটি সুশিক্ষিত বাবা দাও
আমি স্ত্রী নামক শব্দটি প্রকৃত মর্যাদা দেব
আমাকে একটি শিক্ষিত বাবা দাও
আমি একটি সুখী উন্নত দেশ উপহার দেব