বিশ্বময়ী বিশ্ববিজয়ী উদার নিবেদিত প্রাণ
শুনে গর্ব হয় যে উনি বাংলাদেশের সন্তান
আমাদের ডক্টর মুহম্মদ ইউনূস
বিস্ময় উনি বাংলাদেশের সন্তান
সেই নাম ধরে কে ডাকে বিশ্ববিধাতৃর বীর
ওরে নির্বাক মূঢ় মূক নিন্দুক
ঈর্ষা তুর তুই শয়তানের সিন্দুক
ক্ষুধা যন্ত্রণা যুদ্ধ মানবমুক্তির পথে
অনেক রাত্রি যখন এক হয়ে ঘিরে ধরে
দেশটাকে করতে অচল অন্ধকারময়
তখন ত্রাতা হয়ে এলেন তিনি দীপ্ত সূর্যের শিখর
মুক্তির পথ -আমাদের একটাই
আমাদের হোম শিখা একটাই
দুঃখ দারিদ্র্যের দেশের মহানায়ক
আমাদের ডক্টর মুহাম্মদ ইউনূস
যিনি পথ দেখালেন আর তরুণদের
শোনালেন তাঁর অমৃত বাণী
ভেঙে পড়া দেশটার হাল ধরেন
এই বয়সেও যার দেশপ্রেমী তেজ
দায়িত্বের পথে বুলিয়ান সৈনিক তিনি
হেঁটেছিলেন সেই দারিদ্র্যের ঘরে
দিতে একটু সুখের সুঘ্রাণ
বিশ্বের দরিদ্র পীড়িত দেশটি
যখন দরিদ্রতার গহীন অন্ধকারে ডুবে যাচ্ছিল
দরিদ্রতা যখন তাকে তিলে তিলে গিলে খাচ্ছিল
তখন আলোকবর্তিকা হাতে নিয়ে এসেছিলেন
সেই মানুষটিই আমাদের ডক্টর মুহম্মদ ইউনূস
পৌঁছে গিয়েছিলেন দরিদ্র মানুষের দ্বারে দ্বারে
দুঃখ দারিদ্র্যেতা তুলে নিলেন নিজের কাঁধে
কী উদার কী মহান কী অনুপম
বিশ্বজুড়ে বিস্ময় তার মাইক্রো ক্রেডিট -দারিদ্রতা নিরসন
দেশপ্রেম ছিল সেই যৌবন থেকে
ক্ষুধার্ত আশ্রয়হীন মানুষদের দেখে যার মন কেঁদে উঠত
আজ বিশ্বের পথে পথে আইডল
সূদর চীন থেকে নরওয়ে অবধি উচ্চারিত একটি নাম
আমাদের ডঃ মুহাম্মদ ইউনূস
দরিদ্র পীড়িত মানুষের প্রাণ
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান
দেশের ডাকে সদা অসংকোচ অমায়িক মানুষ এক
তিনি আমাদের ডঃ মুহাম্মদ ইউনূস
মানুষের জীবন জীবিকা ভাগ্যের চাকা করুন পরিহাস
দারিদ্র্যের দেশে যিনি করেছেন বাস
ওদের প্রতি এত ভালোবাসা এত দরদ ছিল তার
উদার মানবিক এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে
যিনি চাইতেন দরিদ্রতার মাঝে এ টুকু শান্তি থাক
সরল সোজা এমন মমতাময়ী চেহারা
মনে হয় উনি যেন আমাদের কত আপন
আমাদের ডক্টর মুহম্মদ ইউনূস
কোটি দরিদ্র যার হাত ধরে পেয়েছে
একটু সুখের সন্ধান
অথচ তার খ্যাতির প্রতি ঈর্ষাতুর কুলাঙ্গারের দল
তাকে দেয়া হয়েছে মিথ্যার অকথ্য বদনাম
সেই মিথ্যাকে বারবার করা হয়েছে প্রমাণের অপচেষ্টা
দেশপ্রেমী এই মানুষটাকে শুধু ছাত্ররা দিয়েছে যথাযথ মর্যাদা