সেদিন থেকে দেখছি যেন কাঁদছে আমার বাংলাদেশ
আমার হৃদয় আমার প্রান উজাড় করা এমন দেশ
সেই দেশের ঐ চোখের পানি
নিত্য আমি আগুন কিনি
আমার হৃদয় জ্বলে পুড়ে অঙ্গারে হয় নিঃশেষ
সেদিন থেকে দেখছি যেন কাঁদছে আমার বাংলাদেশ
মীর জাফর ঐ ঘসেটি বেগম -ব্রিটিশ বেনিয়া যুদ্ধে
বিশ্বাসঘাতকতা ছিল যাদের দেশ মাতৃকার উর্ধ্বে
যখন রাজাকার পাক হানাদার ধ্বংসে মাতে সোনার দেশ
দেশের ভীতর দেশোদ্রহী দেশটাকে করে নিঃশেষ
সেদিন থেকে দেখছি যেন কাঁদছে আমার বাংলাদেশ
যেদিন প্রথম জানতে পারি আমার দেশের সোনার মেয়ে
গৌরবমাখা দেশটাকে ঐ বিক্রি করে ক্ষমতার নেয়ে
সহস্র জনতার বুক চিরে দেশটাকে করে নিঃশেষ
সেদিন থেকে দেখছি যেন কাঁদছে আমার বাংলাদেশ
আমরা কি ভাই মরছি নাকি কাঁদবে কেন এমন দেশ
সোনার দেশের কিছু হলে জ্বলবে আগুন বিশ্বজুড়ে
স্বাধীনতা ডাকবে তখন দুয়ার খুলে বিশ্ব ফুঁড়ে
আমাদের ঐ রক্ত শরীর করব মোরা নিঃশেষ
তবুও যেন না কাঁদে আমার সোনার বাংলাদেশ