আকাশ যেথা রৌদ্র মশাল
বাতাস যেথা শান্তি
কর্মময় এ পৃথিবীতে
তোমার কোথা ভ্রান্তি
হাত পাতে মূর্খ সমাজ
শিক্ষিত অক্লান্তি
কর্মময় এ পৃথিবীতে
তোমার কোথা ভ্রান্তি
হিংসে শোকে অধর্মের লোকে
কর্ম শক্তি হারায়
এখন তার হাত পাতার মোহে
নিত্য তাকে তাড়ায়
মায়াময় এ পৃথিবীতে
মানুষ কভু না হারে
হাত পাতে ঐ অধম লোকে
ফিরে দ্বারে দ্বারে
সৎ লোকের ৬০ বছরে
যতটা না থাকে স্ট্রং
অসৎ লোকের ৪০ পের না হতে
লেগে যায় গায়ে ঝং
তার থাকে না স্ত্রী সন্তান
কারো প্রতি মায়া
জোড় করে স্ত্রীকেও
কাজের দ্বারে দেয় কায়া
মূর্খকে যে করবে বিয়ে
করে নাও খাতায় সমাচার
তোমার ঘাড়ে পৃথিবীর সব প্রতারণা
পৃথিবীর সব অত্যাচার
ভিখারি তবু সেই লোকের
কমে না কভু গোমর
পৃথিবীকে শোষার জন্য
বড্ড এক শোষনখোর
মূর্খরা দেশের বোঝা পুরুষ নামের
মানুষ নামের কলঙ্ক
এই জীবনে তাই মিলে না কভু
ওদের জীবনের অঙ্ক
ইতিহাসে ছেলের কাছে
সবচেয়ে বেশি হাত পাতে মূর্খ বাপ
মূর্খের সেই সাঙ্গ পেয়েও
ছড়ায় না কভু শিক্ষিতে হাত পাতার উত্তাপ