বিপ্লবী বিপ্লবী চির বিপ্লবী
            ওরা চেতনা বিধায়ক
                            ওরা সমন্বয়ক
ওরা ঝাঞ্ঝার মত এসেছিল
         দীর্ঘ কালো অন্ধ রাত্রিতে
                    শাপিত দ্রোহের উল্লাসে
ওরা এসেছিল ভেঙে পড়া মানুষের
            নিষ্ঠুর হিংস্র লুকায়িত অপঘাত
        স্বৈরাচারের কুন্ঠিত তলোয়ার
                                শাসিত দূর্ভেদ্য ত্রাসে
ওদের চোখে ছিল না ভয় ডর শংকা
          কন্ঠে চেতনা ঘাতকের ঝংকার
ঝিমিয়ে পড়া জাতির বিবেকের
           তাড়নার চেতনার সংকটে
পীড়নে পীড়নে কেঁপে ছিল দেয়াল
           কেঁপে ছিল বিকৃত রক্তাক্ত রাজপথ
                   কাঁপেনি ওদের অন্তর
অত্যাচারী কেঁপে ছিল শুনে
       ওদের বজ্রের মত হুংকার
                ন্যায়ের জয়ের বন্দর
    ওরা আত্মঘাতী পাষান প্রানে
পাষান রুধির করুন টানে
         দিক বলয়ের করুন রাসে
                   স্বৈরাচারীর সর্বগ্ৰাসে
                            বিকট ত্রাসে
রক্ত করুন উল্লাসে
      দু্ঃশাসনের ঝান্ডা বেয়ে
           পরাধীনতার শিকল ছিঁড়ে
জন অধিকার খন্ডে খন্ডে
        বিগলিত করুন দেহে
           অস্ত্রের পানে নৃত্য করে
                          সবার অন্তরে
বিদ্রোহের ডংকা বাজিয়ে
                   নেতা না যুদ্ধা হয়ে
দেশ প্রেমের নির্ভীক চিত্তে
          বৈষম্যের বাঁধ ভেঙে  
              গড়তে এক সুন্দর সুস্থ দেশ
ওরা ফিরিয়ে দিতে চায়
               সবার অধিকার
                     যত বড় ক্ষমতাবান
                           দূর্নীতিবাজ শয়তান
ওরা দুর্নিবার বাংলার সন্তান
        দেশের তাজা তাজা প্রান
            ভ্রাতৃপ্রতিম বীরের সমান
আবু সাঈদ আসিফ সার্জিস নাহিদ হাসানত বাকের
রশিদ তালাত মাসুদ সোহেল উমামা
যেন নাম নয় একগুচ্ছ ফোঁটা ফুল
দেশের জন্য ঝরে পড়তে
সদা প্রস্তুত
রুখবে ওদের কে
ওরা অন্যায় অবিচারের পথে
বাধার দেয়াল তোমার খেয়াল হতে পারে ভুল
তারুণ্য ওদের হাতিয়ার
             স্বৈরাচারী নেই নিস্তার
ছাড়তে হবে অটল গদি মসনদ
ওরা বিপ্লবী প্রান তরুণ নিশান রক্ত ভীষাণ