আমার গাঁয়ে আইস সখি নিব হিজল তলে
ধুতরা ফুলের মালা গাঁথি দিব তোমার গলে
পানসি পানের বরজ মুরি তোমায় বরিব
গায়ের বধুর কাখের জলে পিপাস তারিব
মেঠো পথের কিনারে তমাল তলে
তোমার সনে কইব কথা মন খুলে
মাদুর রবে বকুল ফুলের চেরাগ কলি
খাইতে দেব খেজুর গুড়ের পিঠে পুলি
বসতে দেব সজনে কাঠের রাঙা পিড়ি
সঙে দেব উরি ধানের চিড়ে মুরি
লয়ে রতেল ঢেহির তিসির তুল
সান করাব তোমার সাধেল লম্বে চূল
গায়ের ধারে নদীর পারে মাছ ধরব বরশি বারে
নাহাব মোরা এক সাথে হরিষে মোর মন মাতে
কাশ বনের সাদা ফুল রাঙিবে তোমার কানের দুল
সোনা মুগ ডালের ভরা মাসকলাই আর মাছের জোরা
খাইতে দেব ভর দুপুরে জোরা দিঘীর পারে
মুলি বাশের বাশির সুরে ঘুম পাড়াব কুরে ঘরে
সোথামেথী আর মেহেদী সাজে সাজাব তোমায় ইচ্ছে রাজে
বৈলাম তলে কনক লতি খেলব সেথায় জোলা পাতি
সাঁঝ বেলায় নেবুর তলে ঝোনাক জ্বলে
চাঁদের বিভে দেখব তোমায় মন খুলে
খোয়াবলোকে ভাসব মোরা সাম্পানে
ময়ূরপক্ষী নায়ে চড়ে আনব তোমায় অঘ্রাণে