বিপন্ন বাংলাদেশ!দিকে দিকে দুর্গত সর্ব গ্ৰাসী বন্যা
ভাসছে ফেনী নোয়াখালী- যেন নিরব চোখের কান্না
ভাসছে উপকূলবর্তী জেলা নিম্ন-ভূমি চর
ভাসছে মানুষ গরু মহিষ ভাসছে গোটা শহর
বিপ্লবী স্রোত! ভেঙ্গেছে বাঁধ -ঘুমন্ত মানুষ মৃত্যু মিছিল
গ্ৰামের পর গ্ৰাম এক রাতেই বিলিন
থৈ থৈ জল চোখে অতল , অথৈ সমুদ্রর!
কোথায় সাধের বসত ভিটা? কোথায় গেল ঘর?
কোথায় যাবে কোথায় একটু মাথা গোঁজার ঠাঁই?
অজর ধারায় ঝরছে বৃষ্টি  - কুল কিনারা নাই
বানের স্রোতে ভাসছে ঐ পথ -ঘাট -বসতি
দিশেহারা মানুষগুলোর দিকে দিকেই দুর্গতি
তলিয়ে গেল ফসলি জমি এইটুকু যার জীবিকা
নির্ঘুম রাতে হাতছানি দেয় দুঃর্বিষহ বিভীষিকা
আঁতকে ওঠা বন্দি জীবন দিকে দিকে বানভাসি
উদাস মনে কাঁদছে ওরা ;  আবাল- বৃদ্ধ- বয়সী
বিধ্বস্ত বাংলাদেশ! পানিবন্দি
আর্তনাদ -হাহাকার  ্ত্রাহি ত্রাহি রব
সর্বনাশা বন্যা যেন কেড়েছে তাদের সব
বাস্তুহারা শিশু হারা হারিয়েছে বুকের ধন
অন্ধকারে ঢেকে ঢেকে যাচ্ছে যেন জীবন
উজানের ঢল -ফারাক্কার জল -মুষুল ধারের বৃষ্টি
কী এক দূর্যোগ দূর্ভোগ -যেন ধ্বংস করবেই সৃষ্টি !
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে
২৪শের বৈষম্য বিরোধী ছাত্র জনতা
এক অপূর্ব মেলবন্ধন !গুটি গুটি ত্রান সংগ্রহ করে করে
পৌঁছে দিয়েছে সেই ত্রান বর্নার্তের ঘরে ঘরে
বান ডেকেছে জল ক্ষেপেছে গহীন নদীর কূলে
মা দিয়েছে বোন দিয়েছে ত্রানের নৌকা দুলে
অপূর্ব বাংলাদেশ!
হুঁ হুঁ করে পানি বেড়েই চলেছে সর্বত্র পৌছোতে পারে নি ওরা
বর্ষনে বর্ষনে ঘন ঘোর বরিষায়
বিক্ষুব্ধ জলরাশি-ধুন্দুমার বন্যায়
দূরন্ত দূর্বার ক্ষুরধার স্রোত
ভেঙেছে ভাঙার যেন নেই তার রুট
ভেসে গেছে সব দূরন্ত বন্যা
থামছে না মানুষের আর্ত কান্না
উত্তাল বাংলাদেশ! চরম উৎকণ্ঠা উদ্বেগ
বানের জলে স্বপ্ন ভাসে বান এলো রে দেশে
যার যা আছে দেবার মত দান করে দাও নিঃশেষে
অনাহারে অর্ধাহারে ভাসছে মানুষ গরু মহিষ শেষটুকু যা সম্বল
হাড়ির ভেতর শিশুকে রেখে মা বেঁচেছে মৃত্যু জল
দক্ষিণ বঙ্গে মেঘনার ধারে!
আহারে কার কোলের শিশু এমনি ভেসে যায়
করুন চোখে পাষাণ বেঁধে মা কেমন অমানবিক বন্যায়
ফেনী চাঁদপুর নোয়াখালী যেন নিরব চোখের কান্না
কাঁদছে দেখ বাংলাদেশ কেউই মোদের পর না
নীরবে ঝরছে বৃষ্টি যেন নিভৃত চোখের কান্না