পথ ঘাট প্রান্ত ফতুর দেয়াল গ্রাফিতি
দেশটাকে কভু এমনিভাবে জাগতে দেখিনি
জেগেছে ওরা তুর্য-তরুণ দেশের তাজা প্রাণ
রক্তের দাগ রংয়ে যেন এক নিবিড় প্রতিদান
আইন আদালত স্বৈরশাসক যখন স্বদেশ বিরুদ্ধ
এবার তবে বাঁধল ওরা দেশ বাঁচানোর যুদ্ধ
এক নায়কের লাগাম ছাড়া শোষন নিপীড়ন
অধিকারের দুয়ার খুলল ছাত্র আন্দোলন
শ্লোগান মিছিল শোভাযাত্রায় দেশের অধিকার
দেশোদ্রোহে ফুঁসে উঠলো দানবীয় স্বৈরাচার
মৃত্যু মুখে দাঁড়িয়ে ওরা গাইল দেশের গান
নিবিড়ভাবে জড়িয়ে যেন দেশের প্রতি টান
ট্রাফিক লাইন আইন আদালত কোথাও ওদের মানা
যেথায় চলে ঘুষ অবিচার সেথায় ওদের হানা
চতুর্দিকে ছড়িয়ে আছে তাজা রক্তের ঘ্রান
নিবিড়ভাবে জড়িয়ে যেন দেশের প্রতিদান