অন্ধরাতে শহর জুড়ে চাঁদ উঠেছে ঐ
সোনা ছেলের কাছে যখন চাঁদের কথা কই
সেই ছেলেটি বাবার সাথে খিলখিলিয়ে হাসে
চাঁদ নামে ঐ পৃথিবীতে চাঁদ দেখি ত কই
তবু আমি সেই ছেলেকে চাঁদের কথা কই
চাঁদের মত শান্ত খোকা চাঁদের মতই হাসবে
চাঁদের মত মুখ পুরিয়ে বিশ্ব জুড়ে ভাসবে
শহর নগর মাঠ পেরিয়ে বলবে তোমার কথা
মানুষ হবে চাঁদের মত চাঁদের প্রখরতা
মানুষ হতে হয় না যেতে হয়ত বহু দূর
মানুষের মনে ঠাঁই নিলে তুমিই চাঁদেরপুর
অন্ধরাতে নিয়ন আলো চাঁদটা সুধাকর
জোছনা আলোয় মিলেয়ে গেল অন্ধ বিশ্বধর
শহর জুড়ে চাঁদ উঠিল তৃপ্ত মধুর হেসে
নিদ্রা গুলো রূপ নেবে তাই স্বপ্ন পোদেষে
পথের ধারে যখন আমি ছিলাম বসে একা
হাজার বছরের একাকিত্ব ঘিরে দিল দেখা
অন্ধকার যখন আমায় আড়াল করে নিল
তোমার হাসি তখন আমায় মুক্ত করে দিল
নক্ষত্র বৃথি তুমি হাসবে বসে দূর গগনে
ঐ হাসিতে ভেসে যাবে জগতের ঐ নিঃস্ব রনে
চাঁদ উঠেছে অন্ধ রাতে পূর্ণিমা চাঁদ
ভাবছ কেন এত্ত কিছু দাও তব দু হাত
বদ্ধ ঘরে অন্ধকারে থাকলে জগতটা
দেখবে তবে হারিয়ে যাবে তোমার পিতৃ কথা
চাঁদ উঠেছে শহর জুড়ে চাঁদ উঠেছে গায়ের মাঠে
অন্ধকারে থাকলে পরে বিকট ত্রাসে ঘিরে ধরে
খেলার ছলে বুঝবে তুমি কেমন জগতটা
চাঁদ উঠেছে ছরিয়ে পর অন্ধমুটে রপ্ত কর তপ্ত দুনিয়াটা