এই যে বন্যার্ত নিপীড়িত মানুষগুলো
কী যন্ত্রনা ওদের! কোথায় সভ্যতা, মানবিকতা?
সভ্য হয়ে হে মানুষ মানুষ হয়ে
এগিয়ে দাও তোমার প্রচ্ছন্ন পোষ্য মুষ্টি যুগল
একটি বার শুধু একটিবার
খুলে দাও তোমার বদ্ধ দুয়ার
এসো মনুষ্যত্বের শপথ নিবে
এসো বাস্তুবিদ্বেষ ভুলে
আর পরহিতব্রত হয়ে
প্রয়োজন নেই দূরদর্শী হবার নাই হলে
আর সত্যগ্রাহী হয়ে
জানাবে তোমায় জানাবে সত্বর
জানবে তুমি জানবে সব
তোমার ক্ষুদ্র প্রয়াসগুলো যুগবানী
বিফলে যাবার নয়
মহারথী হয়ে তুমি দেখবে দেখবে সে পথ
প্রশস্ত কর মনকে কতবার দুমরে যাবে
কি পেয়েছ কি পাবে বাবার দরকার নেই
বিবর্জিত যে সংজ্ঞা সহানুভূতি নয় সদয় নয়
জেনে রেখো তা প্রশমিত নির্বাসিত
আর যারা আতিশয্য আকুল আমুদে
তারা কখনোই তা বুঝবে না
বিবেকবান প্রত্যেক ব্যক্তির বুঝা উচিৎ
দান শুধু দানির জন্য ভিক্ষা লব্দ নহে