ছাত্র শ্রমিক মজুর মিলে আমরা অনিঃশেষ
বিশ্ব বুকে জেগেই রবে বৈষম্যহীন এক বাংলাদেশ

রবে না যেথা রক্তধারা  
মায়ের চোখের অশ্রুধারা

যেথায় অন্যায়-অবিচার  
যেথায় গুলি নির্বিচার

ছাত্র ছত্র আম জনতা  
রুখে দে ওদের অধীনতা
ভন্ড নেতার মদদ ঘাট  
ভেঙে চুরে কর রে লোপাট

তরুণের ডাকে জেগেছে বিশ্বে এ নতুন স্বদেশ
নতুন দিনের হাতছানি দেয় নতুনের বাংলাদেশ

ওরা উদ্যম ওরা দূর্বার  
ওরা শৃঙ্খল ভেঙে চলে বরাবার
ডেকেছে বান কোটি প্রাণ  
তাজা তাজা রক্তে রঞ্জিত উত্থান
ওরা নির্ভীক নির্ভয় হুঁশিয়ার সাবধান

বাতাসে রক্ত-বারুদ পুড়া গন্ধ বিভৎস লাশ
তাজা তাজা রক্তের ঘ্রান এখনো ভাসছে এখানে ওখানে!
কেন এমন হলো আমাদের সাথে?
আমরা চেয়েছিলাম শুধু আমাদের অধিকার ন্যায্য অধিকার
যা যুগ যুগ ধরে তোমরা কেড়ে নিয়ে চলেছ
আবু সাঈদ মায়ের সরল সাহসী ছেলেটা
সরল মনে বুক পেতে দিয়েছিল
সহ্য হল না মিত্যুর বিভৎস ঘন্টা বেজেই উঠলো
তোমাদের দানবীয় রাইফেলে
সরল প্রানটা কোথায় যেন মিলিয়ে গেল
মীর মুগ্ধ মায়ের বিনয়ী অমায়িক ছেলেটা
মা এখনো প্রতিদিন মূর্ছা যায়
কী দোষ ছিল ওদের কী দোষ
জাতির প্রতিভার কবর রচিত এই সহিংসতা
সহিংস রাজনীতি পথচিত্র শুধুই ক্ষমতার মোহ
জাতিকে অন্ধকারে রাখা খুনী জালিমদের
এই বাংলায় আর কোনো স্থান হবে না
তোমাদের বিচার হবেই হবে