স্বাধীনতার করুন এক সূর্যদয়
ধারন করেছে উদীয়মান পতাকার লাল রং
জুলাইটা নৃশংস রক্তাক্ত উতপ্ত রক্তাপ্লুত
আবাক বিস্ময়ে বাংলাদেশ
এ যেন বাংলার বুকে ৫২ বা ৭১রের ফিরে আসা
চারিদিকে ঝাঁঝালো মিছিল
উত্তাল জনসমুদ্রের স্রোত
অধিকার আদায়ে ছাত্র জনতার অভ্যুত্থান
স্বৈরাচারীর অগ্নিতে ফেটে পড়া ক্রুর হাসি
সেদিন রক্ত জেগেছিল অ্যাসল্ট রাইফেলের ঝাঁঝরা বুলেটে
সাউন্ড গ্রেনেড টিয়ারশেলের বিষাক্ত ধূয়াতে
রক্তের মত লাল টকটকে সূর্যটা
রক্ত মেখেছে লাল টকটকে
রক্ত মেখেছে জুলাই জুড়ে
কৃষ্ণচূড়াও যেন সেই রক্তের দাগ লেগেছে
রাজপথের রক্তের বুদ্বুদ টগবগ করছে
বান ডেকেছে রক্ত স্রোতে
বাংলাদেশ যাবে রক্ত পথে
রক্তাক্ত বাংলাদেশ
এ যেন এক নতুন সূর্যের আবির্ভাব
মৃত্যু পথের পরিহাস
জুলাইটা ঐ রুদ্র মাস
ঘাতকের বুলেটে দীর্ঘদিনের স্বৈরাচারীতা
রক্তাক্ত এক জুলাই
রাজপথ ছিল রক্ত স্রোতা
যেন পদ্মা গঙ্গার রক্ত বহতা
জুলাই জুলাই রক্ত চাই
স্বৈরাচারের শুধু রক্ত চাই
বিভৎস রূপে দেশটাকে কাঁচা চিবাই
রক্ত চাই রক্তাক্ত এ জুলাই
রক্ত মাদল বাজল তাই
রক্তে লেখা জুলাই মাস
স্বাধীনতার রক্ত চাষ
আবু সাঈদের বুকে
লাশগুলো গুম করে
রাখল না তার ইতিহাস
দিনগুলো যে কি বিষাদ
আজো বিরহের বাজনা বাজে রক্ত মাঝে
আদিম যুগের রক্ত খেলায় পথ হয়েছিল লাল
অধিকারের গলা চেপে ধরল মহাকাল
নৃশংস জুলাই হত্যাকাণ্ড
ফুলের মত ছাত্র প্রান
শুঁকতে ওদের রক্ত ঘ্রান
কারো রক্তের ক্ষত কারো রক্তাক্ত শার্ট
কারো রক্তে স্নাত নির্জীব শরীরে ঝাঁকুনি
গোপনে সহস্র রক্তপাত
সরকারি বাহিনী সন্ত্রাসী লীগের অস্ত্রের ঝনঝনানিতে
ছাত্র জনতা দমনে রক্তাক্ত পথের ইশারা
মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে
ছোপ ছোপ গাঢ় কালচে
মীর মুগ্ধের খুলি থেকে
শোকের মাতম হইনি এ কঠিন শোকে
রক্ত মেখেছিল ওয়াসিম আদনান দীপ্ত দা
তাজা তাজা রক্ত খেয়েও মেটেনি ওদের ক্ষুধা
হেলেকপ্টার থেকে ছুঁড়েছিল রক্ত বাজি
জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর
কথা মনে পড়লে আজো আতকে উঠি
শরীর হিম হয়ে আসে
মিছিলের ফাঁকে ফাঁকে কি বিভৎসতা
আজো কলমের মুখে গর্জে উঠে শহীদী রক্ত প্রদাহ
বাঙালি কঠিন প্রান বিদ্রোহ বিদ্রোহ
রক্তে মাতাল খুনি সরকার
রক্ত ঝরছে তাজা রক্ত
চলছে গুলি নির্বিচার