অগ্নিঝরা জুলাইয়ের কোনো এক ক্ষনে
হেঁটে চলছিলাম আমি রাজপথ ধরে
শহীদের খুনে খুনে খুন লেগে
যেখানটা রক্তাক্ত হয়েছিল
এখনো সেখানে ছোপ ছোপ রক্তের দাগ
মুছে যায়নি হয়ত মুছবে না কখনো
বিভীষিকার অন্ধগর্ভের মত বুলেট
ত্রাসে অধীর দুর্ধর্ষ উন্মাদনা
বারুদ শেল গ্ৰেনেডের ধূয়ায় আবদ্ধ
অন্ধকার গোটা রাজপথ  
তবু জ্বলছিল রুদ্রাক্ষের মত
আবু সাঈদ ওয়াসিম আদনান দীপ্ত দারা
ওদের উদ্বেলিত প্রান উদগরিত
অগ্নিগিরির মত প্রগলভ
কাঁপছিল রাজপথ থরথর
কাঁপছিল পুলিশের অস্ত্র বহর
হাসানাত নাহিদ বাকের রশিদ আসিফ সার্জিসরা
যেন জীবনের বাজী লাগিয়েছিল
পরাস্থ করতে অসীম বিনাশের নির্মমতাকে
রক্ত লেগেছিল ধূলোয় পিচে ব্রীজে কার্নিশে সর্বত্র
আমি তন্দ্রাচ্ছন্ন শোকে বিহ্বল নিরূপায় রক্তচক্ষু
আমি বাকরুদ্ধ শোকে পাথর
উপেক্ষিত ছাত্র জনতার আজ রক্ত-বলি
এখনো চোখের সামনে ভেসে ওঠে নিষ্ঠুর ধ্বনি
একটা মরছে মার মার মার গুলি কর
শতাধিক লাশের টাটকা রক্তে ভিজেছিল রাজপথ
কিভাবে এমন নিষ্ঠুর নির্মম হয়ে ওঠল ওরা
মসনদে নিভৃত মানুষখেকো হায়েনা
কুকুরের মত রক্তের গন্ধ শুকছিল
খুবলে খাচ্ছিল ওদের কচি মাংসপেশী
তরুণ যুবা ছাত্র জনতার নির্মম বলিদান
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তখন
আজো বাংলার রাজপথ যেন সেই রক্তে রক্তাক্ত
খুনি জালিমের হাতে আর নয় অবরুদ্ধ