ও তুমি কালো মেয়ে
জানি নে তোমার চেয়ে
কি আছে জগতে এত মধুময়
কি মায়া মোহে ঢাকা
চাঁদের কিরনে আকা
যেন মায়াবিনীর চোখের কাজল
আমার হৃদয়ের যত কথা
তোমাতে জমানো ব্যাথা
পৃথিবীকে ডেকে বলতে কি পারি তা
ও তুমি কালো মেয়ে
আমার পরানের চেয়ে
তুমি ছিলে প্রিয় অতি
জানি নে কি হলো যে
তোমায় কাছে পেয়ে
করেছিলাম প্রথম প্রনয় নিবেদন
আমার চোখের ভাষা
তোমার মনের আশা
হয়ত ছিল না এক
তবু তুমি বুঝলে না
তাতে আমার কি ছলনা
আমি ও বুঝিনি যাই হোক
শুধু এক গল্প কথা
যখন ছিলাম মুখোমুখি
এই চোখে চোখাচোখি
আনত নয়ন
আমি বুঝিনা তখন
পৃথিবী এক সমুদ্র সমর
যেখানে কিছু মানুষ বাস করে
যাদের বিশ্বাস তোমার
ও তুমি কালো মেয়ে
তোমার পরশ পেয়ে
জগত হয়েছে এত খাটি