এই কবিতাটি সেইসব বন্ধুদের জন্য
যারা স্মৃতির ফ্রেমে বাঁধা
একটি কবিতা না লিখলেই নয়
এই কবিতাটি অনবদ্য এক বিকেলের
যখন পড়ন্ত রোদে ঘুমঘুম প্রকৃতির বুকে বিবর্ণতা
সমাগত দিনের শেষে মিত্যুর মত সত্য সন্ধ্যা
একটি দিনের বিদায়
সুদূরপরাহূত এ বিকেল
তুলির আচরে নখদর্পণে সঙ্গীতের মুর্ছনায়
পড়ন্ত রোদের পড়ন্ত বিকেল
শান্তির সুবাতাস দূরন্ত হিমেল
ভালোবাসায় ভালোবাসায়
ঘৃণা কর যারে ফিরায়ে দাও তারে
নিও না তারে কোন মতে
এ বিকেল ঘুরিবার তরে উড়িবার তরে
উড়িবার তরে জুরিবার তরে
চলে আয় পথের বাঁকে বাঁকে
নদীর কলতান ঝরণাধারা পাখিদের নীড়ে ফেরার শব্দে সাজবে বিকেল
ছায়ার সাথে লোকচুরি
সমস্ত রোদ ছায়ায় মিশে যাওয়ার অপূর্ব দৃশ্যমালা
প্রতিটি বিকেল একই রঙ একই গন্ধ অথচ কত অচেনা
ভালোবাসা থমকে দাঁড়ানো সময়ের মত
বিবর্ণ বিকেলের মত কত চেনা কত অচেনা
ভালোবাসা বন্ধুত্ব যেমন
লোকচুরি দলছুট দোটানায় পড়ে
নয়বা কেউ কেউ যাবো ফিরে ঘরে
ছুটোছুটি খুনসুটি আর হইহুল্লোরে
বন্ধুরা মিলে গেলুম অনেকটা দূরে
ডানপিটে ছেলেরা গল্প আড্ডায় গিটারে লুটেপুটে
নদীর মোহনায় এক ডিঙি নৌকায়
এই ত বিকেল চিরচেনা
হে বিকেল পড়ন্ত বিকেল
কৈশরের সেই দিনগুলোতে ফিরে গেলাম
নিজের অজান্তেই