মাগো,
কোটি প্রানের একটি হৃদয় তুমি 'রক্তে গড়া' আমার বাংলাদেশ
আমার শ্রম ভালোবাসা 'আমার শ্রদ্ধারা' যেখানে মিশে অনিমেষ
এই হৃদয়ে লেখা বাংলাদেশ ,তুমি হৃদয়ের অটুট বন্ধন
হাজারো স্বপ্ন মেশানো বাংলাদেশ, আমার হৃদয়ের ক্রন্দন ।।
তুমি জীবন তুমি মুক্তি,  তুমি আমার শেষ নিঃশ্বাস
স্বাধীন আবহমান তুমি বাংলাদেশ ,আমার দৃঢ় বিশ্বাস ।।
এই সবুজ বীথির পরম মমতা , এই লাল সূর্যের তেজ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া , হৃদয়ের বাংলাদেশ
বাংলাদেশ জননী আমার বাংলাদেশ ধরনী আমার
বাংলাদেশ আমার, বাংলাদেশ নিঃশেষ
রক্তে লেখা বাংলাদেশ ,রক্তে লেখা বাংলাদেশ
শান্তি প্রিয় বাংলাদেশী আমরা , তবু যুদ্ধে করি নাক ভয়
রক্তের প্রতিটি ফোঁটা উৎসর্গে আমরা , এক অকুতোভয় ।।
মাগো,
এ বুকের অধীরে রয়েছে জড়িয়ে সুখ দুঃখ হাসি কান্না
আমরা এক বাংলাদেশী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট না
আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট তবু নই আলাদা সত্ত্বা
আমরা এক বাংলাদেশী , আমরা চির স্বাধীন বহতা ।।
প্রতিটি নিঃশ্বাসে শিরায় শিরায় , বাংলাদেশের মাটি ও মানুষ
আমরা আত্মীয় সূদূর অতীত থেকে , পরাজিত নয় ত আমাদের পূর্বপুরুষ ।।
তাদের অশ্রু আর প্রতিটি রক্তের ফোঁটায় তাদেরই প্রত্যাগমন
তবে এগিয়ে চলো বাংলাদেশী , বিজীত তোমার চরন।।
মায়ের লালিত্য গড়া হিন্দু মুসলিম বন্ধন
হৃদয়ে হৃদয় মিশে শুনেছি হৃদয়ের ক্রন্দন
মাগো,
আমি বাংলাদেশী চির জাগ্রত আমি বাংলাভাষী চির উন্নত
আমি বাংলাদেশী -বাংলাদেশ আমার হৃদয়ের স্পন্দন
শ্যামল শান্তি প্রিয় পল্লী বাংলা বা শহরের কোন কোনে
দেশপ্রেমি বাংলাদেশী কভু থাকে না আত্মগোপনে
যেথায় যাই নিজেকে খুঁজে পাই  ,মিশেছে মম রাত্রি দিন
এই বাংলাদেশের মাটিতে এক দিন , হয়ে যাব মিলিন
মাগো,
বাংলাদেশের পথের ধূলিকনা  ,মায়ের মমতায় যায় মিশে
বাংলাদেশের সবুজ ঘাসের গালিচায়  ,আমি ঘুমিয়ে যাই নিমেষে
বাংলাদেশের শ্যামল বৃক্ষরা আদরে আদরে ঘিরে রাখে
বাংলাদেশের পাখ পাখালি আমায় গানের সুরে সুরে ডাকে
বাংলাদেশের নদীর কলতান যেন জীবনের সাথে থাকে মিশে
বাংলাদেশের বুকেতে আমি ঘুমিয়ে যাই নিমেষে
মাগো,
এই সহজ সরল মানুষদের পরম মমতায় যেখানে হয়েছি আমি মানুষ
যেখানে ঘুমিয়ে রয়েছে আমার অতীত আমাদের পূর্বপুরুষ
ঋতুর কালে কালে নিঃস্ব হতে হয়েছি অনেক বড়
তবু রয়ে গেছে যে স্মৃতি বাংলাদেশ থেকে কোথাও শ্রেয়তর
এই সবুজ বীথির পরম মমতা ,এই লাল সূর্যের তেজ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া  ,হৃদয়ের বাংলাদেশ
মাগো,
জীবনের বহতা যখন প্রতিদিন খুঁজে বেড়াই
বাংলাদেশ ছাড়া আর কোথাও না খুঁজে পাই
শ্যামল শান্তি প্রিয় পল্লী বাংলা বা শহরের কোনে কোনে
দেশপ্রেমি বাংলাদেশী কভু থাকে না আত্মগোপনে
জীবনে মরণে শয়নে সপনে, আমাদের আশা ভালোবাসা দিবা নিশি
নিঃশ্বাসে নিঃশ্বাসে হৃদয় থেকে আসে বাংলাদেশ , আমরা বাংলাদেশী
আমি বাংলাদেশী -বাংলাদেশ আমার পরিচয় ইতিহাস কিংবা নাড়ির টানে
প্রত্যহ বাংলাদেশের গল্প শুনে হৃদয় অন্তকর পুরে মম প্রানে
এই সবুজ বীথির পরম মমতা , এই লাল সূর্যের তেজ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া হৃদয়ের বাংলাদেশ