আমাদের চোখ থেকে ছড়ানো
একগুচ্ছ ভালোবাসার রক্তদ্যুতি
আমাদের যুদ্ধের প্রস্তুতি
ওদের বেস ক্যাম্পে বুটের আঘাতে
আমার ভাইয়ের রক্তাক্ত মুখ
ধর্ষিতার পাথর কাঁপা নিরেট চিৎকার
আমার যুদ্ধের প্রস্তুতি
যা আমি হৃদয়ে এঁকেছি কল্পলোকে
যে জাতি যুদ্ধে সদা প্রস্তুত রয়
তাকে স্পর্শ করে না পরাধীনতার মূর্তভয়
এখনি যুদ্ধে যাবার সময় এখনি
আমাদের প্রস্তুতি আমাদের দেশপ্রেম
ইতিহাস সংঘবদ্ধ চেতনায় উজ্জীবিত
শত্রুর অতর্কিত নগ্ন হামলার জবাব
আমাদের প্রতিরোধের নিশ্ছেদ্র ভূমিতে
এখনি যুদ্ধে যাবার সময় এখনি
চলো এগিয়ে চলো সম্মুখ সমরে
হিন্দু বা মুসলিম নগ্ন এ যুদ্ধের নগরে
পাহাড় গড়িয়ে সমতলে আসা রক্তস্রোত
পাহাড়ে দাঁড়িয়ে তাকে করতে হবে বধ
আমরা শান্তি চাই প্রতিরোধের দেয়ালে দেয়ালে
যৌনতা লুলুপ শত্রুদের ধর্ষিত ভুমির অভিশাপ
আমরা এসেছি সভ্যতার শিখর হিমাদ্রি পেরিয়ে
তারপর আমারা ঝিমিয়ে পড়ব
চারিদিকে এম্বুল্যান্সের সাইরেন বাজবে
ধ্বংসস্তূপের নিচে একটা শিশুর চাপা পড়া মৃতদেহ
একজন ধর্ষিত পাগল জননী রাস্তায় ঘুরবে
কি করুন কি দুঃসহ সেই শিশুটির মুখাবয়ব
তিলে তিলে নিঃশেষ হবে একটি জাতি
আমরা শুধু চেয়ে চেয়ে দেখব
এখনি যুদ্ধে যাবার সময় এখনি
বধ্যভূমি ভাস্কর্য স্মৃতিসৌধ তাহলে কি জন্য
আমাদের চোখ থেকে ছড়ানো
একগুচ্ছ ভালোবাসার রক্তদ্যুতি
বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতি
প্রতিরোধ আমাদের তৃপ্তির ঢেকুর তোলার অনুভূতি
আমরা সমতল ভূমি থেকে
নদী নালা খাল বিল সুন্দরবন সিলেট ফেনী রাঙামাটি
সর্বত্র ছড়িয়ে পড়ব
উত্তাল বঙ্গোপসাগর শত্রুদের রক্তে আপ্লুত হবে
তারপর আমারা ঘুমোতে যাব
আমার চোখের সামনে এখনো ভাসছে
সেই রক্তাক্ত কাঁপা কাঁপা শরীরে লুটিয়ে পড়া শিশুটি
আমি বিনিদ্র রাত জাগি
ঐ রাত জাগাই আমার যুদ্ধের প্রস্তুতি
সেই পাগল জননী আমার দেশ
সেই ধর্ষিতা বোনটি আমার দেশ
সেই ফুলের মত নিষ্পাপ শিশুটি আমার দেশ
সেই মুখগুলোই আমার যুদ্ধের প্রস্তুতি
দেশের জন্য আমার জীবন হাতের মুঠোয় রেখে আমি
নির্ঘুম কোন নতুন ভোরের অপেক্ষায় থাকব