আবার এসেছে ফিরে ওরা
কোন নতুন মুক্তির সংকটে
বাতাসে বিদেশি আগ্ৰাসনের উগ্ৰ গন্ধ
তোদের এক হবার মুহূর্ত জেগে ওঠার প্রহর
দেশের শত্রুদের নিশ্চিহ্ন করে
প্রতিরোধের দেয়াল দূর্গ গড়
বিশ্ব বুকে মাথা উঁচু করে দাঁড়া তোরা
ওরা এসেছে আসবে ফিরে ফিরে
মন্দির মসজিদ তক্ষ ঘিরে মাতৃভূমির টানে
প্রীতিলতা সূর্যসেন তিতুমীর
ওদের মধ্যে জন্ম নিবে
শেরে বাংলা ভাসানী সোহরাওয়ার্দী
চেতনা ওদের জাত চিনাবে
সালাম রফিক বরকত সবার আগে
বুকের রক্ত ঢেলে উদ্যম
স্বাধীনতার দিগন্ত আঁকবে
জেগে ওঠো সীমান্তে অনিদ্র প্রহরী
জেগে ওঠো দেশপ্রেমী নির্ভীক বীর সেনানী
জেগে ওঠো উত্তাল সমুদ্রের সৈনিক
জেগে ওঠো গগন বিদারী প্রান
এসো শান্তির পথে
প্রতিরোধের বন্ধুত্ব বুনি সমহিমায়
এসো সব ভুলে বারবার সেই পতাকার তলে
আমার মাতৃভূমি আমার জীবন
আমার জীবন অন্য কারো হাতে সোপর্দ
হতে পারে না
আমার মা বোনের সম্মান বাবার জীবন জীবিকা
স্বাধীন দেশের পতাকা তলে
সবচেয়ে নিরাপদ তা আমি জানি
পরাধীনতার জুলুম তুমি চোখে দেখে নি
পরাধীনতার গ্লানি তোমার রক্তে মিশে নি
পরাধীনতার শিকল তোমায় চাবুক মারে নি
পরাধীনতার কি নিষ্ঠুরতা পরিহাস সহ্য করতে পারবে না
এ কোন স্বাধীনতা ডাকছে সদ্য স্বাধীন দেশে
এখন এক হবার প্রহর
অনেক রাত্রির অন্ধকার আমাদের ঘিরে ধরে
তবু আমরা পিছু হটবার নই